ময়মনসিংহ প্রিমিয়ার লিগের পঞ্চম ম্যাচে বল হাতে রেকর্ড গড়েছেন জাতীয় দলের ক্রিকেটার শুভাগত হোম। ময়মনসিংহ থান্ডার ও ময়মনসিংহ সিক্সার্সের ম্যাচে থান্ডার অধিনায়ক শুভাগত হোম এই রেকর্ড গড়েন।
ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুঠিত হওয়া ১০০ বলের টুর্নামেন্ট এমপিএলের পঞ্চম ম্যাচে মুখমুখি হয়েছে ময়মনসিংহ থান্ডার এবং ময়মনসিংহ সিক্সার্স। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে খুব বেশি সুবিধা করতে পারেনি তানজিদ হাসান তামিমের দল সিক্সার্স।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে থান্ডার বোলাররা। থান্ডার বোলারদের স্পিন দিয়ে শুরু থেকেই চাপের মুখে পড়ে সিক্সার্স। একের পর এক ধারাবাহিক বিরতিতে উইকেট বিলাতে থাকা সিক্সার্স দলীয় ৭৩ রান তুলতেই হারিয়ে বসে ৫ উইকেট।
তবে এরপর যেন আরও ধারালো হয় থান্ডার বোলাররা। শেষ ৩ ওভারেই সিক্সার্সের বাকি ৫ উইকেট তুলে নিতে সক্ষম হয় থান্ডার বোলাররা। শেষ ওভারে শুভাগত হোম একাই নেন ২ উইকেট।
শেষ ওভার বাদে আগেই ৩ উইকেট নেয়া শুভাগত হোম এদিন এক ইনিংসে সর্বোচ্চ ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়েন। থান্ডারের আইকন ও জাতীয় দলের এই অলরাউন্ডারের স্পিন ভেল্কিতে পড়েই মূলত দিশেহারা হয়ে যায় সিক্সার্স ব্যাটসম্যানরা।
নির্ধারিত ১৬ ওভার শেষ হবার আগেই সব কয়টি উইকেট হারিয়ে সিক্সার্সের ইনিংস থামে মাত্র ৯৫ রানে। ব্যাট করতে নেমে মাত্র ১৩ ওভারেই ৭ উইকেটে জয়ের লক্ষে পৌছ এ যায় ময়মনসিংহ থান্ডার।
এক নজরে দেখে নেয়া যাক দুই দলের একাদশ
ময়মনসিংহ সিক্সার্স- তানজিদ হাসান তামিম, আজমির আহমেদ, মুমিন শাহরিয়ার, প্রিন্স, ইমু, সান, মাহিন, রনি, সাগর, শিবলু এবং অজয়।
ময়মনসিংহ থান্ডার- শুভাগত হোম, তৌহিদ হৃদয়, আব্দুল মজিদ, সামি, আশিক, সাকিব, তৌহিদ, টিটু, হিরা, জিমি এবং শাওন।
উল্লেখ্য, ১০০ বলের এই বিশেষ টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা আজকেই শেষ হতে যাচ্ছে। গ্রুপ পর্ব থেকে বাদ যাবে দুটি দল। বাকি চার দল নিয়ে অনুষ্ঠিত হবে সেমি ফাইনাল। আগামীকাল সেমি ফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে এই একই মাঠে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন