শিরোনাম

প্রচ্ছদ /   এমপিএলে ব্যাট হাতে ঝড় তুলল আশরাফুল দেখেনিন ম্যাচের ফলাফল

এমপিএলে ব্যাট হাতে ঝড় তুলল আশরাফুল দেখেনিন ম্যাচের ফলাফল

Avatar

মঙ্গলবার, ডিসেম্বর ২২, ২০২০

প্রিন্ট করুন

ময়মনসিংহ প্রিমিয়ার লিগের (এমপিএল) তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ময়মনসিংহ সিক্সার্স ও ময়মনসিংহ টাইগার্স। এই ম্যাচে সিক্সার্সের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরেছে আশরাফুলের টাইগার্স। এই ম্যাচে হারের কারনে টানা দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখতে হল আশরাফুলের দলকে।

ময়মনসিংহ সিক্সার্সের ছুড়ে দেয়া ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে টাইগার্স। ইনিংসের প্রথম বলেই ওপেনারকে হারিয়ে বসে টাইগার্স। দলীয় ৮ রানে দ্বিতীয় উইকেট হারালে আবারও ব্যাকফুটে চলে যায় আশরাফুলের দল।

অপরপ্রান্তে থাকা আশরাফুল প্রতিরোধের চেষ্টা অবশ্য করেছিলেন। এতে কাজ হয়নি। দলীয় ১৯ রানে আবারও পতন ঘটে তৃতীয় উইকেটের। আশরাফুলের সাথে জুটি গড়ে রান ৪৭ পর্যন্ত টেনে নেয়ার পর বিদায় নেন অপর ব্যাটসম্যানও।

দলীয় ৫৫ ও ব্যক্তিগত ৩০ রানে আশরাফুল বিদায় নিলে বাকি ব্যাটসম্যানরা কেবল আসা-যাওয়ার মিছিলে ছিলেন। একের পর ব্যটসম্যানের বিদায়ে শেষ পর্যন্ত ইনিংসের ১৩তম ওভারে এসেই ৬৯ রানে সব কয়টি উইকেট হারিয়ে বসে টাইগার্স। ফলে আশরাফুলরা ম্যাচ হারে ৮৩ রানে।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত ব্যাট করতে থাকে ময়মনসিংহ সিক্সার্স। শুরুর দিকে রান তোলার গতি কিছুটা ধীর রকম থাকলেও পরবর্তীতে তা বাড়তে থাকে ধীরে ধীরে। প্রথম সারির ব্যাটসম্যানদের দৃঢ়তায় রানের চাকা সচল রাখতে সক্ষম হয় তারা।

ময়মনসিংহ টাইগার্সের এদিন কোনো বোলারই সুবিধা করতে পারেনপনি। তানজিদ হাসান তামিম, সান, ইমুদের সামনে রীতিমত খাবি খেয়েছে তারা। ফলে কোনো ভাবেই রানের চাকা আটকে রাখা সম্ভব হয়নি আশরাফুলের দলের বোলারদের। নির্ধারিত ১৬ ওভারে সিক্সার্স শেষ পর্যন্ত তাদের ইনিংস থামায় ১৫৪ রানে।

এক নজরে দুই দলের স্কোয়াড দেখে নেয়া যাক

ময়মনসিংহ সিক্সার্সঃ আজমির আহমেদ, তানজিদ হাসান তামিম, মুমিন সরকার, প্রিস, সান, ইমু, মাহিন রনি সাগর, শিবলু এবং অজয়।

ময়মনসিংহ টাইগার্সঃ মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, রায়হান আনাস, সিজার, সানি, নাইমুর, শাকিল, লিংকন, রবিন এবং পাবেল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন