প্রথমে ব্যাট করতে নেমে ক্রিস লিনের ৪৪ বলে ৬৯ ও উইল্ডারমুথের ১১ বলে ৩১ রানের ঝড়ে ১৭৮ রানের বিশাল সংগ্রহ পায় ব্রিসবেন হিট। ২ টি করে উইকেট পায় ড্যানিয়েল স্যামস ও জনাথন কুক।জবাবে ব্যাট করতে নেমে ড্যানিয়েল স্যামসের ২৫ বলে ৬৫ রানের ঝড়ে ৪ উইকেট ও ৭ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় সিডনি থান্ডার।
প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ব্রিসবেন হিটের অধিনায়ক ক্রিস লিন। শুরু টা ভালোই হয়েছিল বলা চলে তাদের।
২ জন ওপেনার লম্বা ইনিংস খেলতে না পারলেও ফিরেছে সেট হয়েই। ম্যাক্সের ব্যাটে আসে ২৯ ও হিজল্যাটের ব্যাটে আসে ২০ রান। এরপর শুরু হয় অধিনায়ক লিনের ঝড়। ৫ টি বিশাল ছয়ে ৪৪ বলে রান করে ৬৯।
ড্যানিয়েল লরেন্স ও টম কুপারের স্লো ইনিংস দল কে ডুবাতে নিলেও শেষ দিকে উইল্ডারমুথের ১১ বলে ৩১ রানের ঝড়ে ১৭৮ রানের বিশাল সংগ্রহ পায় ব্রিসবেন হিট। সিডনি থান্ডারের পক্ষে সর্বোচ্চ ২ টি করে উইকেট পায় ড্যানিয়েল স্যামস ও জনাথন কুক।
জবাবে ব্যাট করতে নেমে শুরু টা ভালো হয়নি সিডনি থান্ডারের। উইল্ডারমুথের তোপে দাঁড়াতে পারেনি টপ অর্ডার, ২২ রানে হারায় ৩ উইকেট। ২ জন সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগেই। এরপর রস ও বেক্সর হোল্ট ও বেন কাটিং এর ব্যাট দল কে এগিয়ে নিলেও তা জয়ের মত হচ্ছিল না।
এরপর ব্যাট হাতে আবারও ত্রাতা হয়ে আসে ড্যানিয়েল স্যামস। ২৫ বলে খেলেন ৬৫ রানের ঝড়ো ইনিংস। যেখানে স্ট্রাইক রেট ২৬০ ও ছয়ের সংখ্যা ৭ টি! তার এই ঝড়ো ইনিংসের উপর ভর করে অবিশ্বাস্য ৪ উইকেটের জয় পায় সিডনি থান্ডার, তাও ৭ বল বাকি রেখে। ব্রিসবেন হিটের পক্ষে সর্বোচ্চ ৩ টি উইকেট নেয় উইল্ডারমুথ, মাত্র ২৩ রান দেয় তিনি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন