ইতোমধ্যেই শেষ হয়েছে বঙ্গবন্ধু টি-২০ কাপ টুর্নামেন্টের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ। প্লে অফের আগেই ছিটকে গেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। অন্যদিকে রুদ্ধশ্বাস জয়ে শেষ পর্যন্ত প্লে অফে টিকে রয়েছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের ৩ ও ৪ নম্বর দল এলিমিনেটর ম্যাচ খেলতে হবে প্রথমে। অর্থাৎ এই দুই দলের প্রথম ম্যাচ শেষে যে দল জয়ী হবে তাদেরকে আবারও মুখোমুখি হতে হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হেরে যাওয়া দলের বিপক্ষে।
গোটা টুর্নামেন্ট জুড়েই খারাপ সময় পার করেছে ফরচুন বরিশাল। ব্যাটসম্যানদের ব্যর্থতা সেই সাথে বোলিংয়ে লাগামছাড়া রান যে দলটির হারের প্রধান কারন। টুর্নামেন্টের প্রথমদিকে দলটির ল্যাজেগোবরে অবস্থা থাকলেও শেষের দিকে এসে ফর্মে ফিরেছেন ব্যাটসম্যানরা। ওপেনার সাইফ হাসান, অধিনায়ক তামিম ইকবাল কিংবা আফিফ থেকে শুরু করে আমিনুল সবাই এখন রয়েছে দুর্দান্ত ফর্মে। ফলে ঢাকার বিপক্ষে জয় দিয়ে ফাইনালের দৌড়ে টিকে থাকতে মরিয়া হয় থাকবে তারা।
এলিমিনেটর ম্যাচে তামিম ইকবালের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। শারীরিক অসুস্থতার কারনে তার কোভিড টেস্ট করানো সহ বাকি সবগুলো টেস্ট করানো হবে কোভিড রিপোর্ট নেগেটিভ আসলে তবেই মাঠে নামতে পারবেন তিনি।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ফরচুন বরিশালের কাছেই ২ রানে হারতে হয়েছে বেক্সিমকো ঢাকাকে। জয়ের খুব কাছে গিয়ে খালি হাতে ফিরলেও তৃতীয় দল হিসেবে টুর্নামেন্টে টিকে রয়েছে ঢাকা। বরিশালের বিপক্ষে আবারও হারের মুখ দেখলে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হবে তাদের। তাই জয় ভিন্ন কিছুই ভাবছেন না ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম।
ঢাকার ব্যাটিং বিভাগে শক্তি যোগাচ্ছেন গত ম্যাচে সেঞ্চুরি করা নাইম শেখ। অধিনায়ক মুশফিকুর রহিমের সাথে দুর্দান্ত ফর্মে রয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বি। বোলিং বিভাগে বরিশালকে নাস্তানাবুদ করতে দেখা যেতে পারে রুবেল, শফিকুল, নাসুমদের।
এক নজরে দেখে নেয়া যাক দুই দলের সম্ভাব্য সেরা একাদশ
বেক্সিমকো ঢাকাঃ মোহাম্মদ নাইম, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, তানজিদ হাসান, ইয়াসির আলি, আকবর আলি, মুক্তার আলি, রবিউল ইসলাম রবি, রুবেল হোসেন, শফিকুল ইসলাম এবং নাসুম আহমেদ।
ফরচুন বরিশালঃ সাইফ হাসান, তামিম ইকবাল, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি, সুমন খান, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, সোহরাওয়ার্দি শুভ, মাহিদুল ইসলাম অঙ্কন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন