আজকের ম্যাচের প্রথম ইনিংস ফরচুন বরিশাল বনাম মিনিস্টার গ্রুপ রাজশাহী না বলে আনিসুল হক ইমন ও নাজমুল হাসান শান্ত বনাম ফরচুন বরিশাল বলাই উত্তম। পুরো ম্যাচ জুড়ে ডমিনেট করেছে এই ২ ব্যাটসম্যান। যার ফলে টুর্নামেন্টের সর্বোচ্চ রান, সর্বোচ্চ রানের ওপেনিং পার্টনারশিপ সবই দেখেছে বঙ্গবন্ধু টিটুয়েন্টি লীগ।
টুর্নামেন্টে প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছে রাজশাহীর অধিনায়ক শান্ত, আর টুর্নামেন্টের সবচেয়ে দ্রুততম অর্ধ শতক এসেছে ইমনের ব্যাট থেকে। ২ জনের উপর ভর করে শেষ পর্যন্ত রাজশাহীর সংগ্রহ ২২০ রান,৭ উইকেট হারিয়ে। অধিনায়ক শান্ত করেছে ১০৯ রান ও ইমন করেছে ৬৯ রান।
আজকের ম্যাচে যদি ফরচুন বরিশাল হেরে যায় তবে টুর্নামেন্টে টিকে থাকাই কষ্টকর হয়ে যাবে তাদের জন্য। সেজন্যেই আগেরদিন অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন আজকে খেলতে নামবে তারা ফাইনালের মত করে।
তবে সেটা শুধু সম্ভবত বলার মতই ছিল।প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তামিম ইকবাল। এখন পর্যন্ত তাদের একমাত্র জয় এসেছে লক্ষ্য তাড়া করতে গিয়ে। ম্যাচের প্রথম ইনিংসে একমাত্র পাওয়া সম্ভবত এই টসে জিতাটাই। ম্যাচের বাকিটা জুড়ে যে শুধুই মিনিস্টার গ্রুপ রাজশাহীর দাপট! আজকের ম্যাচেও দলের বাইরে ছিল মোহাম্মদ আশরাফুল।
প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ইমন ও শান্ত। পাওয়ার প্লে তে ৬ ওভারে রান তোলে ৬৪ কোন উইকেট না হারিয়ে। প্রথম উইকেট হারায় ১৩১ রানে, বিদায় নেয় ইমন ৬৯ করে। তার আগে তিনি করেন টুর্নামেন্টের দ্রুততম ফিফটি।
ম্যাচের বাকিটা জুড়ে শুধুই অধিনায়ক শান্তর গল্প। চড়াও হন বরিশালের বোলারদের উপর।চার ছক্কার বন্যা বইয়ে দেয়া ইনিংসে ১৯ তম ওভারে তাসকিনের বলে ছয় মেরে তুলে নেয় নিজের সেঞ্চুরি। ইনিংসে ১১ টি ছয় মারে যা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ।শেষ পর্যন্ত ২০ ওভারে ২২০ রানে থামে রাজশাহীর ইনিংস।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন