শিরোনাম

প্রচ্ছদ /   ডি ভিলিয়ার্স কে পিছনে ফেলে র‍্যাংকিং এ শীর্ষ ৪ এ তামিম দেখেনিন মুশফিকসহ বাকিদের অবস্থান

ডি ভিলিয়ার্স কে পিছনে ফেলে র‍্যাংকিং এ শীর্ষ ৪ এ তামিম দেখেনিন মুশফিকসহ বাকিদের অবস্থান

Avatar

সোমবার, নভেম্বর ৩০, ২০২০

প্রিন্ট করুন

বঙ্গবন্ধু টিটুয়েন্টি টুর্নামেন্টে শেষ ম্যাচে তামিম ইকবালের অসাধারণ ইনিংসে জয় পেয়েছে ফরচুন বরিশাল, ম্যাচে ম্যাচ সেরাও হন তিনি। এই ম্যাচে ৭৭ রান করে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। ৭৭ রান করার মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নিজেকে আরেকটু উচুতে নিয়ে গেছেন তিনি।যদিও শুরুর দিকে তার পারফম্যান্স ছিল অনেকটা ঝিমানো কিন্তু শেষ ম্যাচে নিজেকে মেলে ধরেন বাংলাদেশের এই অপেনার।

কোন নির্দিষ্ট এক স্টেডিয়ামে রান করার তালিকায় নিজেকে ৪র্থ স্থানে উঠিয়ে এনেছেন তিনি। উঠে এসেছেন এবি ডি ভিলিয়ারসের উপরে।

মিরপুর শের এ বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে খেলতে নামার আগে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে তামিমের রান ছিল ১৯৯০। এই ম্যাচে ৭৭ রানের ইনিংস খেলার পথে তামিম টপকে যান ডি ভিলিয়ার্স, লুক রাইট ও সামিত প্যাটেলকে। এবি ডি ভিলিয়ার্স ৭ বছর ধরে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোরের হয়ে খেলছে তাই তিনি অনেক বেশি সময় চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলার সুযোগ পেয়েছেন।

তবে এই ইনিংসের পর শের এ বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে তামিমের টি-টোয়েন্টি রান ২০৬৭।তামিমের আগে আছেন কেবল তিনজন। এদের মধ্যে ২০৮৫ রান নিয়ে তিনে আছেন হেলস, নটিংহামের মাঠে।

২য় স্থানে আছে তামিম ইকবালের দীর্ঘদিনের জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহিম। তিনিও এই শের এ বাংলা স্টেডিয়ামে রান করেছেন ২০৮৯ রান। শের এ বাংলা স্টেডিয়াম একমাত্র স্টেডিয়াম যেখানে ২ জন ক্রিকেটার ২০০০ এর উপরে রান করেছে।

আর সবার শীর্ষে আছেন বিরাট কোহলি। চিন্নাস্বামী স্টেডিয়ামে ২৭৬২ করে এক মাঠে সর্বোচ্চ রানের রেকর্ডে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

এক মাঠে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড তামিমের পরে আছেন সামিত প্যাটেল (২০০৭, নটিংহাম), লুক রাইট (২০০১, হোভ স্টেডিয়াম), ডি ভিলিয়ার্স (১৯৯১, চিন্নাস্বামী স্টেডিয়াম), রোহিত শর্মা (১৯৫১, ওয়াংখেড়ে স্টেডিয়াম), মাহমুদউল্লাহ (১৯২৪, শেরে বাংলা স্টেডিয়াম )।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন