শিরোনাম

প্রচ্ছদ /   বঙ্গবন্ধু টি-২০ লীগ থেকে নতুন বিশ্ব মানের ক্রিকেটার খুঁজে পেল বিসিবি

বঙ্গবন্ধু টি-২০ লীগ থেকে নতুন বিশ্ব মানের ক্রিকেটার খুঁজে পেল বিসিবি

Avatar

রবিবার, নভেম্বর ২৯, ২০২০

প্রিন্ট করুন

ঘরোয়া ক্রিকেটের আসর আয়োজনের অন্যান্য উদ্দেশ্যের সাথে একটি উদ্দেশ্য হল নতুন ক্রিকেটার খুঁজে বের করা। পুরনো ক্রিকেটারদের দলে ফেরার সুযোগ করে দেয়ার পাশাপাশি নতুন ক্রিকেটাররা তাদের প্রতিভার সাক্ষর রেখে থাকেন ঘরোয়া ক্রিকেটের আসরে। সেই লক্ষ্যেই গত প্রেসিডেন্টস কাপ আয়োজনের পর বড় পরিসরে আয়োজিত হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপ টুর্নামেন্ট।

নতুন এই আসরে সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি নজর কেড়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও। যাদের মধ্যে অন্যতম হলেন মেহেদি হাসান, তানজিদ হাসান তামিম কিংবা আনিসুল ইসলাম ইমনরা।

চলমান টি-২০ টুর্নামেন্টে মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে খেলছেন আনিসুল ইমন। টুর্নামেন্টে নিজেদের প্রিথম ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচে ২৩ বলে ৩৫ রানের ইনিংস খেলেই নজরে আসেন এই তরুণ। ওই ম্য্যাচে অন্যান্য ব্যাটসম্যানদের সাথে ইমনের রানও যে দলের জয়ে অবদান রেখেছিল সেটা জলের মতই স্পষ্ট।

নিজেকে এই টুর্নামেন্ট দিয়ে নতুন করে চেনালেও দেশের ঘরোয়া ক্রিকেটের সাথে তার সখ্যতা আগে থেকেই। গত ২০১৯ ঢাকা প্রিমিয়ার লিগে ইমন খেলেছিলেন উত্তরা স্পোর্টিং ক্লাবের হয়ে। পরে অসমাপ্ত ২০২০ সালের প্রিমিয়ার লিগে ওল্ড ডিওএইচএসের হয়েও একটি ম্যাচে ফিফটি হাঁকিয়েছিলেন তিনি।

ইমনের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে প্রতিভাবান এই ক্রিকেটারের খোঁজ নিচ্ছেন বিসিবি প্রেসিডেন্টস নাজমুল হাসান পাপন এমনটা জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান কাজি ইনাম। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ”আমাদের বোর্ড প্রেসিডেন্ট প্রথম খেলায় বলল যে, আনিসুল প্লেয়ারটা কোন টিম থেকে? সে কোন সিস্টেমের কোন জায়গা থেকে আমাদের তেমন ধারণা নাই। অথচ সে কিন্তু গত দুই বছর ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছে, ভালো খেলেছে। এই ধরনের খেলোয়াড়দের কিন্তু আলাদা আলাদা ক্লাব তৈরি করে। প্রিমিয়ার লিগে তারা নিজেদের দেখানোর সুযোগটা পায়।”

সংশ্লিষ্টরা ধারনা করছেন এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে জাতোয় দলের টপ অর্ডারে নিজেকে স্তাহ্যী করতে পারেন তরুণ ইমন। যদিও জাতীয় দলে খেলা বেশ চ্যালেঞ্জিং তবে সেটা পুরন করতে কতটা সফল হন ইমন তা হয়ত জানা যাবে সময় হলেই।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন