ক্যারিয়ারে প্রথম টিটুয়েন্টি সেঞ্চুরি করেছে গ্লেন ফিলিপস। তার সেঞ্চুরি আর কনওয়ের ৬৫ রানে ভর করে ৩ উইকেটে ২৩৮ রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। যা তাদের টিটুয়েন্টি তে ৩য় সর্বোচ্চ রান।
টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই দ্রুত গতিতে রান তোলতে থাকে নিউজিল্যান্ড।৫.৪ ওভারে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড।ওসান থমাসের বলে বোল্ড আউট হয়ে ফেরত যান সেইফার্ট। ১৩ বলে ১৮ রান করেন তিনি। তবে অপর প্রান্তে রান আসছিল গাপটিলের ব্যাট থেকে। তিনি আউট হয়ে যান পরের ওভারে।
৫৩ রানে ২ উইকেটই যেন ওয়েস্ট ইন্ডিজের সফলতা। এরপরের গল্প শুধু গ্লেন ফিলিপস ও কনওয়ের।২ জন শুরু করেন বিধ্বংসী ব্যাটিং। গড়েন রেকর্ড ১৮৪ রানের জুটি। ১০ ওভারে তুলে নেন ১০০ রানের পার্টনারশিপ। ২ প্রান্ত থেকেই ছুটতে থাকে রানের ফোয়ারা। গ্লেন ফিলিপস তুলে নেন ৪৮ বলে সেঞ্চুরি। ১০ টি চার ও ৮ টি ছয় মারেন তিনি।
১৯.৫ ওভারে পোলার্ডের বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১০৮ রান। এছাড়া কনওয়ে করে ৬৫ রান। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে করে তাদের টিটুয়েন্টি ইতিহাসের ৩য় সর্বোচ্চ ২৩৮ রান। সর্বোচ্চ ২৪৪ করে অস্ট্রেলিয়ার সাথে।
২৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় ওয়েস্ট ইন্ডিজ। ২য় ওভারের প্রথম বলেই বোল্ড আউট হয় ব্রান্ডন কিং। জেমিনসনের বলে গোল্ডেন ডাকে আউট হয় তিনি। এরপর রান আউট হয় আন্দ্রে ফ্লেচার। ১৪ বলে ২০ রান করে আউট হয় সেঞ্চুরিয়ন গ্লেন ফিলিপসের থ্রো তে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৬.৩ ওভারে ৪৭ রান ২ উইকেট।
হাই স্কোরিং এই সিরিজে প্রথম ম্যাচে ১৬ ওভারে ৭ উইকেটে ১৮০ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৩৭ বলে ৭৫ করেছিল অধিনায়ক পোলার্ড। তবে জিমি নিশাম ও স্যান্টনারের ঝড়ে ৪ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় পায় তারা। সিরিজে ১-০ তে এগিয়ে নিউজিল্যান্ড।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন