আইপিএলে এবারের আসরে ইতিমধ্যেই বাদ পরে গেছে সাকিবের পুরনো দল কলকাতা নাইট রাইডার্স। শাহরুখের কলকাতা বাদ পরলেও ফাইনালের লক্ষ্যে এখনো আইপিএলের প্রাঙ্গণে টিকে আছে সাকিব আল হাসানের বগত আইপিএলে খেলা দল সানরাইজার্স হায়দ্রাবাদ। ডুবতে থাকা হায়দ্রাবাদকে শেষ পর্যন্ত তুলেই নিয়েছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
তবে নিজেদের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় এবং কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরকে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে যায় অরেঞ্জ আর্মিরা।
এবারের আসরের পর আগামী আসরে কীভাবে দল গোছানো যেতে পারে সেদিকে ভাবনাও শুরু করে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ফলে আগামী আসরে হায়দ্রাবাদ দলে ভেরাতে পারে তিনজন ক্রিকেটারকে।
১। সাকিব আল হাসানঃ গত আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠ মাতাতে দেখা গিয়েছিল সাকিবক। তবে ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার কারনে আইসিসি থেকে তাকে নিষেধাজ্ঞা দেয়া হয় এক বছরের। নিষেধাজ্ঞার সেই মেয়াদ কেটে গেছে ইতোমধ্যেই। ফলে এখন থেকে আর ক্রিকেটে ফিরতে বাধা নেই তার। এই আসরে হায়দ্রাবাদের জার্সিতে মাঠে নামা সম্ভব হয়নি বলে তাকে রিলিজ দিতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। ফলে আগামী নিলামে আবারও নাম উঠবে এই অলরাউন্ডারের। নিজেদের দুর্বল মিডল অর্ডারকে শক্তিশালী করতে তাই অরেঞ্জ আর্মিরা আবারও বিশ্বসেরা অলরাউন্ডারকে ফেরত চাইতে পারে।
২। জয়দেব উনাদকাটঃ আইপিএলের এবারের আসরে জয়দেব উনাদকাট রাজস্থান রয়্যালসের জার্সিতে খুব বেশি সুবিধা করতে পারেন নি। সুযোগই পেয়েছেন কেবল মাত্র ৭ ম্যাচে। নিজের নামের প্রতি সুবিচার করতে না পাড়ায় এই পেসারকে নামানো হয়নি বাকি ম্যাচগুলোতে। ৭ ম্যাচে কেবল নিয়েছেন ৪টি উইকেট। তবে যেকোনো সময় জ্বলে উঠতে পারেন এই পেসার এমনটা আশা করাই যায়। হায়দ্রাবাদের পেস বোলিং বিভাগে অন্যতম শক্তি যোগানদাতা হতে পারেন উনাদকাট।
৩। মঈন আলিঃ চলতি আসরে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে মাঠে নেমেছিলেন অলরাউন্ডার মঈন আলি। তবে মিডল অর্ডারে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন তিনি। আগামী আসরে বেঙ্গালোর বেশ কয়েকজন খেলোয়াড়কে রিলিজ দিতে যাচ্ছে। যার মধ্যে থাকতে পারেন মঈন আলিও। ফলে মিডল অর্ডারে অভিজ্ঞ এই ক্রিকেটারকে দলে নিতে পারে হায়দ্রাবাদ।
নোটঃ লিখাটি লেখকের একান্ত ধারণা , কিছু বিষয়াদি বিশ্লেষণ করে তার ভিত্তিতে লেখা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন