শিরোনাম

প্রচ্ছদ /   হায়দ্রাবাদের জয়ে বিপদে প্রীতির পাঞ্জাব দেখেনিন পয়েন্ট টেবিলের হিসেবে কারা খেলবে প্লে অফে

হায়দ্রাবাদের জয়ে বিপদে প্রীতির পাঞ্জাব দেখেনিন পয়েন্ট টেবিলের হিসেবে কারা খেলবে প্লে অফে

Avatar

শনিবার, অক্টোবর ৩১, ২০২০

প্রিন্ট করুন

জমে উঠেছে আইপিএল, প্রতি ম্যাচ পর পরই যেন আকর্ষণ আরও বেড়ে উঠছে আইপিএলের। গ্রুপ পর্বে ৫৬ ম্যাচের মধ্যে ৫২ ম্যাচ হয়ে গেছে, মাত্র বাকি ৪ টি কিন্তু এখনও নিষ্পত্তি হয়নি ৬ দলের ভাগ্য। বিদায় নিয়েছে চেন্নাই আর কোয়ালিফাই করেছে মুম্বাই। ভাগ্য ঝুলে আছে বাকি ৬ দলের।

আজকে ব্যাঙ্গালোরের পরাজয় আর হায়দ্রাবাদের জয়ে যেন এই লীগ আরও জমিয়ে তুললো।আজকে জিতলে কোয়ালিফাই নিশ্চিত ছিল ব্যাঙ্গালোরের আর হারলে বিদায় নিশ্চিত ছিল হায়দ্রাবাদের। ৫ উইকেটে ব্যাঙ্গালোর কে হারিয়ে নিজেদের টিকিয়ে রেখেছে হায়দ্রাবাদ। উঠে এসেছে ৪ নাম্বারে।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই স্বন্দীপ শর্মার দারুণ বোলিংয়ে পাড্ডিকেল-কোহলিকে হারায় ব্যাঙ্গালোর। ডি ভিলিয়ার্স নেমে কিছু আশা দিলেও বেশি দূর যেতে পারেননি। ২৪ রান করেই ফেরেন নাদিমের বলে। ওপেনার ফিলিপস ফেরেন ৩২ রান করে।

মিডল অর্ডারের ব্যর্থতার পর তেমন কিছুই করতে পারেননি লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরাও। নাটারজান-হোল্ডারদের দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত টিকে রইলেও ২৪ বলে ১৫ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়তে হয় গুরতিরাত সিংকে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২০ রানে থামে আরসিবি। ২০ ওভার খেলে অলআউট না হয়েও এটি আইপিএল ইতিহাসে আরসিবির তৃতীয় সর্বনিম্ন রান।

সংক্ষিপ্ত স্কোর:
ব্যাঙ্গালোর ১২০/৯(২০)
ফিলিপস ৩২(৩১), ডি ভিলিয়ার্স ২৪(২৪) স্বন্দীপ শর্মা ২/২০, হোল্ডার ২/২৭।

হায়দরাবাদ ১২১/৫(১৪.১)
সাহা ৩৯(৩২), হোল্ডার ২৬(১০) চাহাল ২/১৯, উদানা ১/২০।

৫২তম ম্যাচ শেষে বর্তমান পয়েন্ট টেবিল:-

ফাইল ছবি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন