শিরোনাম

প্রচ্ছদ /   দিল্লী ক্যাপিটালসের হারে রাতারাতি উলটে গেল আইপিএলের পয়েন্ট টেবিল

দিল্লী ক্যাপিটালসের হারে রাতারাতি উলটে গেল আইপিএলের পয়েন্ট টেবিল

Avatar

শনিবার, অক্টোবর ৩১, ২০২০

প্রিন্ট করুন

আইপিএলের ৫১তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে বিশাল ব্যবধানে হেরে বসেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির দেয়া মাত্র মাত্র ১১১ রানের লক্ষ্য মুম্বাই টপকে গেছে ৯ উইকেট হাতে রেখেই। মুম্বাইর জয়ে পয়েন্ট টেবিলের হিসাব আরও জটিল হয়ে ওঠেছে।

শনিবার (৩১ অক্টোবর) মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের তোপের মুখে পরে দিল্লি। শিখর ধাওয়ান, শ্রেয়াশ আইয়ার কিংবা পৃথ্বী শ কেউই এদিন দাড়াতে পারেন নি মুম্বাইর বোলারদের সামনে। দিল্লির কোনো ব্যাটসম্যান এদিন নিজেদের রান ৩০ পার করতে না পারলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে দিল্লি সংগ্রহ করে মাত্র ১১০ রান।

বল হাতে এদিন ঝড় তোলেন জাসপ্রিত বমরাহ ও ট্রেন্ট বোল্টরা। এই দুই পেসারই এদিন নেন ৩টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দিল্লির বোলারদের কোনো সুযোগই দেননি মুম্বাইর ব্যাটসম্যানরা। ইশান কিষাণ ও কুইন্টন ডি কক মিলে ৬৮ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ২৬ রানে ডি কক বিদায় নিলে মাত্র ১৪ ওভার দুই বল ব্যাটিং করেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান সূর্যকুমার যাদব ও ইশান কিষাণ। সূর্যকুমার অপরাজিত ছিলেন ১২ রানে ও ইশান কিষাণ অপরাজিত ছিলেন ৭২ রানে।

এদিকে এখনও মুম্বাইর হাতে রয়েছে একটি ম্যাচ। এর আগেই প্লে অফে প্রথম দল হিসেবে উঠে গিয়েছিল রোহিত শর্মার দল। তবে প্লে অফের বাকি তিন দল কারা হবে সেটা নিয়ে নতুন হিসেব নিকেশ করতে হচ্ছে এবার। কেননা একমাত্র চেন্নাই সুপার কিংস বাদে বাকি ছয় দলেরই এখনও সুযোগ রয়েছে প্লে অফে খেলার।

টেবিলের দুইয়ে থাকা রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরের এখনও বাকি দুই ম্যাচ। ১২ ম্যাচে ৭ জয় নিয়ে তাদের পয়েন্ট ১৪। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসেরও পয়েন্ট রয়েছে ১৪। এছাড়া ১২ পয়েন্ট করে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব, রাজস্থান রয়্যালস, ও কলকাতা নাইট ত্রাইডার্সের।

তবে সানরাইজার্স হায়দ্রাবাদের ১০ পয়েন্ট থাকলেও তাদের হাতে রয়েছে এখনও দুইটি ম্যাচ। তাই এখনও সুযোগ রয়েছে হায়দ্রাবাদের।

একনজরে সর্বশেষ পয়েন্ট টেবিল-

ফাইল ছবি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন