শিরোনাম

প্রচ্ছদ /   ৮২ বলে সেঞ্চুরি ব্যাট হাতে রানের পাহাড় গড়ে প্যাভিলিয়নে আশরাফুল

৮২ বলে সেঞ্চুরি ব্যাট হাতে রানের পাহাড় গড়ে প্যাভিলিয়নে আশরাফুল

Avatar

শনিবার, অক্টোবর ৩১, ২০২০

প্রিন্ট করুন

একটা সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অপরিহার্য সদস্য ছিলেন মোহাম্মদ আশরাফুল। যেকোনো ফরম্যাটেই দলের হয়ে নিয়মিত মাঠে দেখা যেতে এই ব্যাটসম্যানকে। নিজের প্রতিভার সাক্ষর রেখে দলের ব্যাটিং স্তম্ভ হিসেবেই ছিলেন বেশ লম্বা সময় ধরে। সবকিছু ঠিক থাকলে হয়ত এখনও জাতীয় দলে জায়গাটা পাকা করেই রাখতেন তিনি। তবে তা আর হল কই!

বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিজের ক্যারিয়ার যেন নিজেই মাটিচাপা দিয়েছেন আশরাফুল। এখন আর জাতীয় দল তো দূরে থাক ঘরোয়া ক্রিকেটেও ডাক পেতে হিমশিম খেতে হয়।

আগামী নভেম্বরের মাঝামাঝি তে শুরু হবে ৫ দল নিয়ে টিটুয়েন্টি কাপ। প্রেসিডেন্ট কাপের সফল আয়োজনের পর এখন টিটুয়েন্টি কাপের আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি।প্রেসিডেন্ট কাপ ৩ দলের হলেও এবারের টিটুয়েন্টি কাপ হবে ৫ দলের।

প্রেসিডেন্ট কাপে খেলেছিলো জাতীয় দলের প্লেয়ারেরা আর এইচ পি দলের প্লেয়ার গুলো।প্রতি দলে ১৫ জন করে মোট ৪৫ জন খেলার সুযোগ পেয়েছিল এই টুর্নামেন্টে।

এবারের লীগেও প্রতি দলে ১৫ জন করেই সুযোগ পাবে তবে এবার খেলতে পারবে ৭৫ জন ক্রিকেটার। জাতীয় দলের ও হাই প্রোফাইল দলের বাইরে যেসব প্লেয়ারেরা জায়গা পায় নি তারা খেলতে পারবে এই টুর্নামেন্টে।

মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিসরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় করছে ক্রিকেট মাঠে ফেরার জন্য।

নিজের সত্যায়িত ফেসবুক পেইজে একটি ভিডিও শেয়ার করেছেন আশরাফুল যেখানে দেখা যায় একটি টুর্নামেন্টে অংশ নিয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করছেন। ভিডিওতে দেখা যায় একের পর এক চার-ছক্কা মেরে যাচ্ছেন এই ব্যাটসম্যান। নিজের ফেসবুক পেইজে পোস্ট করা ওই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘’আলহামদুলিল্লাহ্‌ ৮২ বলে ১০২ রানে অপরাজিত। খুবই ভালো বোধ করছি।‘’

দীর্ঘ সময় পর মাঠে নেমে অপরাজিত সেঞ্চুরি করার পর আশরাফুলের এই সন্তুষ্টির বার্তা যেন ছুঁয়ে গেছে তার ভক্তদের মনে। কমেন্টে অনেকেই অভিনন্দন জানাচ্ছেন আশরাফুলকে, কেউ আবার জাতীয় দলে দেখতে চাচ্ছেন এই ব্যাটসম্যানকে।

জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনও রয়েছে আশরাফুলের, যা তিনি নিজেই জানিয়েছিলেন বেশ আগে। তবে প্রতিযোগিতার এই সময়ে নিজেকে প্রমাণ করার পাশাপাশি পারফরম্যান্সের ধারও প্রয়োজন যথেষ্ট পরিমানে। জাতীয় দলের জার্সিতে আবারও আশরাফুল ফিরতে পারবে কিনা সেটা এখনও অজানা হলেও তার ভক্তরা যেন হাল ছাড়তে নারাজ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন