শিরোনাম

প্রচ্ছদ /   দলে ফিরছেন আশরাফুল ?

দলে ফিরছেন আশরাফুল ?

Avatar

শনিবার, অক্টোবর ৩১, ২০২০

প্রিন্ট করুন

আগামী নভেম্বরের মাঝামাঝি তে শুরু হবে ৫ দল নিয়ে টিটুয়েন্টি কাপ। প্রেসিডেন্ট কাপের সফল আয়োজনের পর এখন টিটুয়েন্টি কাপের আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি।প্রেসিডেন্ট কাপ ৩ দলের হলেও এবারের টিটুয়েন্টি কাপ হবে ৫ দলের।

প্রেসিডেন্ট কাপে খেলেছিলো জাতীয় দলের প্লেয়ারেরা আর এইচ পি দলের প্লেয়ার গুলো।প্রতি দলে ১৫ জন করে মোট ৪৫ জন খেলার সুযোগ পেয়েছিল এই টুর্নামেন্টে।

এবারের লীগেও প্রতি দলে ১৫ জন করেই সুযোগ পাবে তবে এবার খেলতে পারবে ৭৫ জন ক্রিকেটার। জাতীয় দলের ও হাই প্রোফাইল দলের বাইরে যেসব প্লেয়ারেরা জায়গা পায় নি তারা খেলতে পারবে এই টুর্নামেন্টে।

মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিসরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় করছে ক্রিকেট মাঠে ফেরার জন্য। সামনের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ এ সুযোগ চান তারা। তবে এই টুর্নামেন্টে খেলতে হলে সকল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা দিতে হবে। এমনকি ফিটনেস পরীক্ষা দিতে হবে নিষেধাজ্ঞা থেকে ফিরে আসা সাকিব আল হাসানের।

এখন কথা হলো নিজেদের ফিটনেস ধরে রাখতে পেরেছে কজন। সাকিব নিজস্ব জিমে ফিটনেস ধরে রাখলেও সবার আর্থিক অবস্থা তেমন ভালো না,তাই চাইলেও সব কিছু করা সম্ভব না।

এদিকে আশরাফুল নিজের আগ্রহের কথা জানিয়েছেন এই টুর্নামেন্টে খেলার। নিজের ফিটনেস নিয়েও কথা বলেছে তিনি। তিনি বলেন ”গেলো আড়াই মাস ধরেই অনুশীলন করছি। প্রস্তুতি ম্যাচ খেলেছি। টি-টোয়েন্টি, ওয়ানডে আর তিন দিনের ম্যাচও খেলেছি দুইটা। সামনে যেকোনো খেলার জন্য মানসিক ও শারীরিকভাবে আমি পুরোপুরি প্রস্তুত। যদি টি-টোয়েন্টি টুর্নামেন্টে একটা টিমে সুযোগ পাই, তাহলে হয়তোবা পারফর্ম করার একটা সুযোগ থাকে।”

পারফর্মের কথা আসে পরে, প্রথমে জরুরী হলো সবার নিজেদের ফিটনেস টেস্টে উৎরে যাওয়া।ফিটনেস ঠিক না থাকলে চান্স পাবার সম্ভবনা নেই বললেই চলে। এদিকে প্রেসিডেন্টস কাপে সুযোগ না পাওয়া ক্রিকেটাররা তাকিয়ে আছেন অধীর আগ্রহ নিয়ে। ডিপিএল, এনসিএল বা বিপিএল-প্রতিযোগিতামূলক ঘরোয়া ক্রিকেটের কিছুই নেই মাঠে। অর্থাভাবে ভুগছেন অনেকে। নানা অনিশ্চয়তার মাঝেই চলছে মাঠে ফেরার প্রস্তুতি।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, যেহেতু লম্বা সময় পর ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট করছি, আমাদের ক্রিকেটারদের প্রতি বার্তা থাকবে, ফিটনেসের মানদণ্ডে যারা ঠিক থাকবে না, তাদেরকে আমরা প্লেয়ার ড্রাফটে রাখতে পারবো না বা ৫ দলের কোনোটায় জায়গা দিতে পারবো না।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন