শিরোনাম

প্রচ্ছদ /   প্রেসিডেন্ট কাপের ফাইনাল থেকে বাদ পরে যাকে দোষালেন তামিম

প্রেসিডেন্ট কাপের ফাইনাল থেকে বাদ পরে যাকে দোষালেন তামিম

Avatar

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২০

প্রিন্ট করুন

বিসিবি প্রেসিডেন্টস কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গতকাল (২১ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল নাজমুল হোসেন শান্ত একাদশ এবং তামিম ইকবাল একাদশ। এই ম্যাচ জিততে পারলে হয়ত তামিমের দল ফাইনালে খেলতেও পারত!

কেননা শান্তদের বিপক্ষে জয় পেলে তিন দলেরই পয়েন্ট গিয়ে দাঁড়াত সমান ৪। রান রেটে এগিয়ে থাকলে একটা সম্ভাবনা ছিল বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের দলের ফাইনাল খেলার। তবে শান্তদের বিপক্ষে হারের কারনে সেটা আর হয়নি।

প্রেসিডেন্টস কাপে তামিমের দল চার ম্যাচে জিতেছে মাত্র একটিতে। ফলে ম্যাচ শেষে হতাশা ভেসে ওঠে তার কণ্ঠে। শুধু দলের অন্য ব্যাটসম্যানই নয়, নিজের উপরেও দায় নিয়েছেন তিনি। তামিম বলেন, ‘’পুরো টুর্নামেন্টে আমরা যেভাবে ব্যাটিং করেছি, আমার মনে হয় আমরা ফাইনালে খেলার যোগ্যতা রাখি না।

আমি যখন আউট হই তখন বলের সাথে রানের অনেক ব্যবধান ছিল, প্রয়োজনের রানের চেয়ে ৩০ বল বেশি ছিল। ওই জায়গা থেকে এই জায়গায় ম্যাচ এসে যাবে তা আমি নিজে কল্পনাও করিনি। তিন ম্যাচেই দল হিসেবে আমরা ভালো করতে পারিনি।‘’

পুরো আসর জুড়েই তামিমের দলের ব্যাটিংয়ে দৈন্যতা ছিল স্পষ্ট। স্বল্প রান তাড়া করে জিততে না পারায় তাই আক্ষেপ থাকতেই পারে অধিনায়ক তামিমের। অন্যদিকে ছোট পুঁজি নিয়ে বোলারদের লড়াই চালিয়ে যাওয়াটাও ছিল চোখে পড়ার মত।

তাই ব্যাটসম্যানদের ব্যর্থতা তুলে ধরার দিন বোলারদের প্রশংসাও করেন তামিম। তিনি বলেন, ‘’সব ম্যাচেই বোলিং ইউনিট চমৎকার ছিল। সাইফউদ্দিন, শরিফুল, মেহেদি… বোলারদের পারফরম্যান্স সত্যিই ভালো ছিল। তবে আমি সহ দলের সব ব্যাটসম্যানের যতটা ভালো হবার কথা ছিল তার কাছাকাছিও যায়নি।‘’

উল্লেখ্য, বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল ম্যাচে আগামীকাল (২৩ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্ত একাদশ এবং মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন