শিরোনাম

প্রচ্ছদ /   আইপিএল কাঁপানো কে এই রকস্টার আম্পায়ার

আইপিএল কাঁপানো কে এই রকস্টার আম্পায়ার

Avatar

সোমবার, অক্টোবর ১৯, ২০২০

প্রিন্ট করুন

গতকাল আইপিএলের প্রথম ম্যাচে কোলকাতা নাইট রাইডারস ও সানরাইজারস হায়দ্রাবাদের মধ্যে খেলা হয়। যেখানে সুপার ওভারে জয় পায় কোলকাতা নাইট রাইডারস। গতকাল সুপার ওভারে কোলকাতা জয় পেলেও কোলকাতার জয় ছাপিয়ে আরেকটা জিনিস ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।

সেটা রাসেল, মরগান, ওয়ার্নার, কামিন্স কিংবা রাশিদ খান নয়। সে ছিল ম্যাচের আম্পায়ার পশ্চিম পাঠক!

একজন আম্পায়ার যখন আলোচনার কেন্দ্রবিন্দু, সেটা শোনার পর হয়ত অনেকেই ভেবে থাকবে সে ম্যাচে গুরুত্বপূর্ণ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে যার খেসারত দিতে গিয়ে একদলের পরাজয় এসেছে!
কিন্তু না, এরকম কিছু নয়। তার আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার মূল কারন ছিল তার চুল!

মেয়েদের মত বিশাল বড় চুল দেখে অনেকে ভুল করে ভেবে বসেছিল গতকাল ম্যাচে আম্পায়ারিং করছে মেয়ে, কিন্তু পরে দেখা যায় তিনি একজন পুরুষ,নাম পশ্চিম পাঠক। তার চুল দেখে ফ্যানরা অনেকে রকস্টারের চুলদের সাথেও তুলনা করেছে। কোঁকড়ানো লম্বা চুল, চোখে সান গ্লাস,দেখে রকস্টার মনে হওয়াই যেন স্বাভাবিক।

কিন্তু কে এই পশ্চিম পাঠক যাকে আগে দেখেনি ক্রিকেট ভক্তরা? চলতি আইপিএলে তাঁর প্রথম ম্যাচ হলেও এক দশকেরও বেশি সময় ধরে আম্পায়ারিং করছেন পশ্চিম। ঘরোয়া ক্রিকেটে তাঁকে দেখা গিয়েছে গত ২০০৯ সাল থেকে।

মহিলাদের ২টি আন্তর্জাতিক ম্যাচেও মাঠে নেমেছিলেন তিনি। যদিও এবার আইপিএলে প্রথম হলেও এমনিতে আইপিএলেও নতুন নন তিনি। ২০১৪-১৫ আইপিএল মিলিয়ে মোট ৪টি করে ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারিং করেছেন পশ্চিম, কিন্তু তখন তার চুল এরকম ছিল না। এবার তার আলোচনায় আসার কারনই তার এই চুল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন