শিরোনাম

প্রচ্ছদ /   আইপিএলে মাশরাফির এই বিশ্বরেকর্ড যা ১১ বছরেও ভাঙ্গতে পারেনি কেউ

আইপিএলে মাশরাফির এই বিশ্বরেকর্ড যা ১১ বছরেও ভাঙ্গতে পারেনি কেউ

Avatar

সোমবার, অক্টোবর ১৯, ২০২০

প্রিন্ট করুন

বর্তমানে ক্রিকেট বিশ্বে জমজমাট অবস্থান করে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্টগুলো। সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টের মধ্যে অন্যতম সেরা টুর্নামেন্ট হিসবেই বিবেচনা করা হয়ে থাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলকে।

বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই টুর্নামেন্টে বাংলাদেশী ক্রিকেটারদের উপস্থিতি সংখ্যা খুব বেশি লক্ষ্য করা না গেলেও আইপিএলের শুরুর দিকেই দেখা গিয়েছিল বাংলাদেশী ক্রিকেটারদের। ২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএলে খেলেছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আইপিএলের সেই আসরে খেলেই অনাকাঙ্ক্ষিত একটি রেকর্ড গড়ে বসেন মাশরাফি।

মাশরাফি আইপিএল খেলে এসেছেন ১১ বছর আগে। তবে এত লম্বা সময়ের পরও সেই লজ্জার রেকর্ডে এখনও মাশরাফির নামই রয়েছে।

২০০৯ আইপিএল আসর অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছিল ডেকান চার্জার্স। শেষ ওভারে ডেকান চার্জার্সের যখন প্রয়োজন ছিল ২১ রান তখন বোলিংয়ে আনা হয়েছিল মাশরফিকে। ব্যাটিং প্রান্তে থাকা রোহিত শর্মা যেন সেই ওভারে অগ্নিমূর্তি ধারন করেছিলেন! মাশরাফির সেই ওভারের প্রতিটি বল তুলোধুনো করে এদিন রোহিত ম্যাচ জিতিয়ে দেন দলকে। এছাড়া আরও বাড়তি ৫ রান যুক্ত হওয়াতে মাশরাফি ইনিংসের শেষের ওভারে খরচ করেন ২৬ রান।

আইপিএলে এখন পর্যন্ত ইনিংসের শেষের ওভারে সর্বোচ্চ ২৬ রান দেয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি এখনও রয়েছে মাশরাফির নামের পাশেই। গত শনিবার (১৭ অক্টোবর) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে চেন্নাই অধিনায়ক ধোনি বোলিংয়ে আনেন রবীন্দ্র জাদেজাকে। সেই ওভারে জাদেজাকে তুলোধুনো করে দিল্লির ব্যাটসম্যানরা নেন ২২ রান। ফলে ইনিংসের শেষ ওভারে সর্বোচ্চ রান বিলানোর তালিকায় জাদেজার ঠাই হয় সপ্তম স্থানে।

এক নজরে দেখে নেয়া যাক ইনিংসের শেষ ওভারে সর্বোচ্চ রান দেয়া বোলারদের তালিকা

২৬ রান- মাশরাফি বিন মূর্তজা ২৪ রান- আশিস নেহারা ২৪ রান- উমেশ যাদব

২৩ রান- লক্ষ্মীপতি বালাজি ২৩ রান- অক্ষর প্যাটেল ২২ রান- ইশান্ত শর্মা ২২ রান- রবীন্দ্র জাদেজা

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন