তৌহিদ হৃদয় এবং এরফান ইরফান শুক্কুর এর দুর্দান্ত ব্যাটিংয়ে প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে ৪ উইকেটে জয় লাভ করেছে নাজমুল একাদশ। মাহমুদুল্লাহ একাদশের দেওয়া ১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানে মাথায় সাইফ হাসানের উইকেট হারিয়েছে নাজমুল একাদশ। এবাদত হোসেন এর বলে ১৪ রান করে আউট হন তিনি। এরপর দলকে এগিয়ে নিয়ে থাকেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকার।
তবে দলীয় ৫৩ রানের মাথায় ২১ রান করে আউট হন সৌম্য সরকার। সৌম্য সরকারের উইকেট তুলে নেন এবাদত হোসেন। নতুন ব্যাটসম্যান আফিফ হোসেনকে ৪ রানে আউট করেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
এরপর দলীয় ৭৯ রানের মাথায় ২৮ রান করা নাজমুল হোসেন শান্ত কে আউট করেন তরুণ স্পিনার রকিবুল হাসান। তবে এরপর এরপর ঘুরে দাঁড়ায় নাজমুল একাদশ। ইরফান শুক্কুর এবং তরুণ ব্যাটসম্যান তৌহিদ হৃদয় দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন।
এই দুইজনের ৫২ রানের পার্টনারশিপ ভাঙেন আমিনুল ইসলাম বিপ্লব। ৫২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তৌহিদ হৃদয়। ইরফান শুক্কুর ৬১ রান করে অপরাজিত থাকেন।
প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ নাজমুল একাদশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১৯৬ রানে অলআউট হয় মাহমুদুল্লাহ একাদশ। টসে জিতে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেন ২ ওপেনার লিটন দাস এবং নাইম সেক্স। তবে বৃষ্টির পর মাঠে ফিরেই ৩ উইকেট হারিয়েছে মাহমুদুল্লাহ একাদশ।
৯ রান করে রান আউট হয়েছেন নাঈম শেখ। লিটন দাসের উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। লিটনকে ১৩ রানে বোল্ড আউট করেছেন তিনি। ০ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন মমিনুল হক। তার উইকেটটি তুলে নিয়েছেন আল-আমিন হোসেন।
তবে এর পরেই মাহমুদুল্লাহ রিয়াদ এবং ইমরুল কায়েসের ব্যাটে ঘুরে দাঁড়ায় মাহমুদুল্লাহ একাদশ। দলীয় ৯২ রানের মাথায় ৪০ রান করা ইমরুল কায়েসকে প্যাভিলিয়নে ফেরান স্পিনার নাঈম হাসান। দলীয় ১২৬ রানের মাথায় ১৪ রান করে রান আউট হন নুরুল হাসান সোহান।
ব্যাট হাতে আবারো সাব্বির রহমানকে নিয়ে হাল ধরেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তবে হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পরেই প্যাভিলিয়নে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলীয় ১৬০ রানের মাথায় জোড়া ক্রিকেট তুলে নেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ৫১ রান করা মাহমুদুল্লাহ রিয়াদ এবং ২২ রান করা সাব্বির রহমানকে আউট করেন তিনি।
তবে বেশি দূর এগোতে পারেনি মাহমুদুল্লাহ একাদশ। তাসকিন আহমেদের বলে ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন আমিনুল ইসলাম বিপ্লব। ব্যাটিংয়ে নেমে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন রকিবুল হাসান। দলীয় ১৯২ রানের মাথায় মোহাম্মদ আল-আমিনের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রকিবুল হাসান।
বল হাতে তাসকিন আহমেদ ৩৭ রানে ২ উইকেট। মোঃ আল-আমিন হোসেন ৪০ রানের ২টি। মুকিদুল ইসলাম মুগ্ধ ৪৫ রানে দুটি উইকেট লাভ করেন। নাঈম শেখ এবং সৌম্য সরকার একটি করে উইকেট লাভ করেন।
ম্যাচ শেষে বিশ্লেষণে মাহমুদুল্লাহ একাদশের অধিনায়ক মাহমুদুল্লাহ ব্যাখ্যা করেন হারের কারণ। তার মতে “ব্যাটিং লাইন আপ টা বাজে ছিল, প্লেয়ার কম্পিনেশন ঠিক ছিল নাহ। করণায় দীর্ঘ সময় বিরতি থাকার কারণেই এমনটা হয়েছে , সামনের ইয়াচ গুলোতে আরো ভালো করবেন বলে জানান।”
মাহমুদুল্লাহ একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), সাব্বির রহমান রুম্মন, ইমরুল কায়েস, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ রুবেল হোসেন, আবু হায়দার রনি, রাকিবুল হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব।
নাজমুল একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ নাইম হাসান ও রিশাদ আহমেদ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন