চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের ত্রয়োদশ আসর। ভারতের মাটি ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া এই আসরে এবারে নেই কোনো বাংলাদেশী ক্রিকেটার।
অন্যান্য আসরগুলোতে বাংলাদেশ থেকে অলরাউন্ডার সাকিব আল হাসান নিয়মিত সদস্য হয়েই ছিলেন আইপিএলে। তবে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করা ফেঁসে গেছেন তিনি। এক বছরের নিষেধাজ্ঞা থাকার কারনে এবাররে আইপিএলে কোনো দলের হয়েই মাঠে নামতে পারছেন না এই ক্রিকেটার।
অন্যদিকে আরেক পেসার মুস্তাফিজুর রহমান শুরুর দিকে পান নি কোনো দল। প্রথমদিকে কোন ফ্র্যাঞ্চাইজি তার প্রতি আগ্রহ না দেখালেও পরবর্তীতে বিভিন্ন দল থেকে একাধিক বিদেশি ক্রিকেটার ছিটকে যাওয়াতে মুস্তাফিজকে নেয়ার জন্য তোড়জোর শুরু করে মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। তবে শেষ পর্যন্ত এই পেসার যোগ দিতে পারেননি কোনো দলেই। ফলে মোটা অঙ্কের টাকা হাতছারা হবার কারনে আফসোসও করেছিলেন তিনি।
মূলত শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের কথা মাথায় রেখেই অনাপত্তি পত্র দেয়া হয়নি মুস্তাফিজকে। তবে এর আগে পিএসএলে দল পাওয়ার পরও ইনজুরি জনিত সমস্যার কারনে তাকে যেতে না দেয়ায় কিছুটা ক্ষতিপূরণ দিয়েছিল বিসিবি। কিন্তু এবারের আইপিএল আসরে যেহেতু কোনো দলই তাকে আনুষ্ঠানিকভাবে নেয়নি তাই ক্ষতিপূরণও পাচ্ছেন না তিনি।
বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন আইপিএলে দল না পাওয়ার কারনে তাকে ক্ষতিপূরণ দেয়া হবে না এবার। আকরাম খানের ভাষ্য,
‘’যেহেতু তার ইনজুরি ছিল তাই তাই বিসিবির পক্ষ থেকে তাকে অনুমতি দেয়া হয়নি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার জন্য। এর কারনে আমরা যতটুকু সম্ভব ক্ষতিপূরণ দেয়ার চেষ্টা করেছি। তবে এবারের চিত্র ভিন্ন। আমাদের সামনে জাতীয় দলের সিরিজ থাকার কারনে তাকে অনাপত্তি পত্র দেয়া হয়নি। পিএসএলে সে দল পেয়েছিল বলে তাকে ক্ষতিপূরণ দিয়েছিলাম তবে এবার সেটা পাওয়ার সম্ভবনা খুবই কম।‘’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন