শিরোনাম

প্রচ্ছদ /   উইলিয়ামসন কিংবা রশিদ খান নয় ম্যাচ জয়ের কৃতিত্ব যাকে দিলেন অধিনায়ক ওয়ার্নার

উইলিয়ামসন কিংবা রশিদ খান নয় ম্যাচ জয়ের কৃতিত্ব যাকে দিলেন অধিনায়ক ওয়ার্নার

Avatar

বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২০

প্রিন্ট করুন

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম জয়ের দেখা পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে স্রেয়াশ আইয়ারের দিল্লি ক্যাপিটালসকে ১৫ রানে হারিয়েছে তারা।

সানরাইজার্সের পক্ষে এই ম্যাচে সবাই কম বেশী ব্যাট এবং বল হাতে উজ্জ্বল ছিল। কিন্তু ম্যাচ শেষে ডেভিড ওয়ার্নার প্রশংসায় ভাসিয়েছেন তরুণ অভিষেক হওয়া শর্মাকে।তার মতে শর্মআই ছিল এই ম্যাচের টার্নিং পয়েন্ট।

সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার নিজের পোষ্ট ম্যাচ প্রেজেন্টেশনে বলেন,

“যতই আজ আমরা টসে হেরে যাই কিন্তু ম্যাচ জিতে গিয়েছি, এই কারণে ভালো অনুভব হচ্ছে। দুর্ভাগ্যবশত আমাদের প্রথম ম্যাচে মিচেল মার্শ আহত হয়ে গিয়েছিলেন, আর আমাদের এটা জানার ছিল যে ওর ওভারগুলি কীভাবে করানো যায়। কিন্তু তরুণ অভিষেক শর্মা আসেন আর ও দুর্দান্ত বোলিং করে আর এখন ও দুর্দান্ত বোলিং করছে। এখন ওর রূপে আমাদের কাছে একজন ভালো বোলার রয়েছে”।

নিজের বোলারদের প্রশংসা করে ডেভিড ওয়ার্নার বলেন, “আমাদের বোলিং এ এমরা দূর্দান্ত ছিলাম এবং আমাদের ফিনিশিংটা দূর্দান্ত ছিল”।

দিল্লি ক্যাপিটালসের দল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়,যেখানে প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার্সের দল ১৬২ রান করে দিল্লির দলকে ১৬৩ রানের লক্ষ্য দেয়। রান তাড়া করতে নেমে দিল্লির দল নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে মাত্র ১৪৭ রানই করতে পারে।

ডেভিড ওয়ার্নার দলের ব্যাটিং নিয়ে বলেন, “ব্যাট হাতে আমাদের সামান্য কিছু ভাগ্য ও ফেভার করেছে বলা চলে। আমরা উইকেটের মধ্যে দৌড়নো নিয়ে গর্ব করি, কিন্তু এই গরমে উইকেটের মধ্যে ভালো দৌড়নোও নিজে থেকেই একটা বড়ো চ্যালেঞ্জ। আজ আমি কিছু ভালো শট মারি, এই কারণে আমি নিজের প্রদর্শনেও খুশি”।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন