জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। ইতিমধ্যে জয়ের মুখ দেখা পেয়েছে আইপিএলের প্রতিটি দল। দুই ম্যাচের মধ্যে দুটি থেকে জয়লাভ করে এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রাজস্থান রয়েলস।
আইপিএলের ১১ তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১৫ রানের ব্যাবধানে হারিয়ে দিয়ে এবারের আসরের ১ম জয় তুলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। রশিদ খানের স্পিন ঘুর্ণিতে কুপোকার হয়ে পরে দিল্লী ক্যাপিটালস।
প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রানের স্কোর করে। জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালসের দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা এই দলের বিপক্ষে আজ মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে এবারের আসরে দুই ম্যাচের মধ্যে একটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের সপ্তমস্থানে রয়েছে কলকাতা। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ৮ টায়।
রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশ:
জোস বাটলার (উইকেট কিপার), স্টিভেন স্মিথ (অধিনায়ক), সঞ্জু স্যামসন, রবিন উথাপ্পা, রিয়ান পরাগ, রাহুল তেওয়াতিয়া, শ্রেয়াস গোপাল, টম কররান, জোফরা আর্চার, অঙ্কিত রাজপুত / বরুণ হারুন, জয়দেব উনাদকাত।
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ:
শুবমান গিল, সুনীল নারাইন, দিনেশ কার্তিক (অধিনায়ক এবং উইকেট কিপার), বরুণ চক্রবর্তী, নীতীশ রানা, ইয়ন মরগান, আন্দ্রে রাসেল, কমলেশ নাগরকোটি, প্যাট কমিন্স, শিবম মাভি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন