শিরোনাম

প্রচ্ছদ /   মাত্র পাওয়াঃ জানা গেল বিপিএল আয়োজনের সময়সূচি

মাত্র পাওয়াঃ জানা গেল বিপিএল আয়োজনের সময়সূচি

Avatar

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২০

প্রিন্ট করুন

অবশেষে জানা গেল বিপিএল আয়োজনের সময়সূচি। মহামারী করোনা ভাইরাসের কারনে চলতি বছরে বিপিএল আয়োজন করা সম্ভব না হলেও আগামী বছরের মার্চে বিপিএল আয়োজন করার কথা ভাবছে বিসিবি। পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে সুরক্ষার দিকেও নজর দেয়া হবে।

বর্তমানে সব ধরনের ক্রিকেট থেকে দূরে রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেয়ার কথা থাকলেও সেটা গেছে পিছিয়ে। অন্যদিকে জাতীয় লিগ কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ সবই আটকে আছে করোনার কারনে। ক্রিকেটারদের সুরক্ষা দিতেই এখনও ক্রিকেট মাঠে ফেরানোর জন্য সবুজ সংকেত দিচ্ছে না বিসিবি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ যদি শেষ পর্যন্ত ভেস্তে যায় তাহলে বিকল্প হিসেবে ঘরোয়া ক্রিকেট দিয়েই মাঠে ফেরার কথাও ভেবে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এদিকে বিপিএলের অষ্টম আসর অনুষ্ঠিত হবার কথা ছিল চলতি বছরের নভেমম্বর-ডিসেম্বরে। করোনার কারনে সেটাও গেছে আটকে। বিসিবির ভাবনায় তাই আগামী বছরের মার্চের দিকে বিপিএল আয়োজন করা। শুধু তাই নয় বিপিএলের আগে অন্য ঘরোয়া টুর্নামেন্টগুলো সম্পন্ন করার চিন্তাভাবনাও করে রেখেছে বিসবি।

ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন বিপিএলে বিদেশি ক্রিকেটাররা না থাকলে টুর্নামেন্ট জৌলুস হারাবে। তাই বিদেশি তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তার ভাষ্য,

‘’বিপিএলে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার খেলেন। আম্পায়ার ব্রডকাস্টিং ইউনিটের সদস্য- ওদের থাকার ব্যবস্থা করতে হবে। বড় তারকাদের আনা না গেলে বিপিএলে আকর্ষণ থাকবে না।‘’

অন্যদিকে করোনার এই সংকটকালে বিপিএল আয়োজন করা চ্যালেঞ্জিং হবে তা আর বলার অপেক্ষা রাখে না। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করেই মার্চে বিপিএল আয়োজন করার কথাও জানিয়েছেন ইসমাইল হায়দার মল্লিক। তিনি বলেন ‘’আমরা মার্চে বিপিএল আয়োজনের চেষ্টা করতে পারি। তবে এটা বিশ্বের করোনা পরিস্থিতির উপরেই নির্ভর করছে।‘’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন