হাল্ট প্রাইজ একটি বাৎসরিক প্রতিযোগিতা যা সামাজিক উন্নয়নকে মূখ্য রেখে শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন ধারনা এবং উদ্ভাবনী চিন্তাধারা একত্রিত করে সমাজের উন্নয়নে ভূমিকা রাখে।খুলনা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বারের মত হাল্ট প্রাইজ অনুষ্ঠিত হতে যাচ্ছে যা সফলভাবে পরিচালনার উদ্দেশ্যে ১৭ সদস্যবিশিষ্ট ব্যাবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
এবারের হাল্ট প্রাইজ চ্যালেন্জ – “Food for good” যেখানে খাদ্য সংকট এবং স্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের ভিত্তিতে ব্যাবসায়িক কাঠামো তৈরী নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এই প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে পরিচালনায় শিক্ষার্থীদের মধ্য থেকে দক্ষতা এবং আগ্রহের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।হাল্ট প্রাইজ খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেইজ থেকে কমিটির সদস্যদের পরিচয় তালিকা প্রকাশ করা হয়েছে।এবার হাল্ট প্রাইজ এর প্রায় সমস্ত কার্যক্রম অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে যা প্রতিযোগিতাটিকে একই সাথে আকর্ষনীয় এবং ব্যাতিক্রমধর্মী করে তুলবে বলে আশা করা যাচ্ছে।
হাল্ট প্রাইজ খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডাইরেক্টর মো:আসিফুর রহমান পিয়াল প্রতিযোগিতাটিকে সফলভাবে অনুষ্ঠিত করার ব্যাপারে সম্পূর্ন আশাবাদী।তার ধারনামতে,অনলাইনে এ ব্যাপারে সকল শিক্ষার্থীকে যথাসময়ের মধ্যে অবহিত করা এবং তাদের অংশগ্রহন নিশ্চিত করা একটি চ্যালেণ্জ।তবে একটি গোছানো ও দক্ষতাসম্পন্ন কমিটি এবং যথাযথ পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন করা হলে এ ক্ষুদ্র চ্যালেণ্জ সহজেই মোকাবেলা করা সম্ভব।তিনি বলেন,গতবারের আয়োজনের অভিজ্ঞতা কে পুজিঁ করে এবং সময়োপোযোগী পদক্ষেপ গ্রহন করার মাধ্যমে ২০২০-২০২১ হাল্ট প্রাইজের আয়োজনকে সর্বোচ্চ অবস্থানে তুলে ধরা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সকলের বিশ্বাস।
এছাড়া,ব্যাবস্থাপনা কমিটির কাজে সাহায্য করার উদ্দেশ্যে শীঘ্রই প্রতি ডিসিপ্লিনে একজন করে দূত নিয়োযিত করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানানো হয়েছে।সকল দূত ২৯ টি ডিসিপ্লিনের প্রায় ৭০০০ শিক্ষার্থীকে হাল্ট প্রাইজ সম্পর্কে অবহিত করা এবং প্রতিযোগিতার জন্য দল গঠনে যথাযথ ভূমিকা রাখবে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন