শিরোনাম

প্রচ্ছদ /   প্রস্তুতি ম্যাচে যে একাদশ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচে যে একাদশ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

Avatar

মঙ্গলবার, আগষ্ট ১৮, ২০২০

প্রিন্ট করুন

আগামী অক্টোবরে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টেস্ট সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা সিরিজ কে সামনে রেখে আগামী ২১ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। ধারণা করা হচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকা ত্যাগ করবে মমিনুল বাহিনী।

দীর্ঘ পাঁচ মাস ঘরে বসে থাকার পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তাই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে একাধিক অনুশীলনের ম্যাচের ব্যবস্থা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ জাতীয় দলের সাথে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ এইচপি ক্রিকেট দল।

তাই বাংলাদেশে এইচপি ক্রিকেট দলের সাথে দুইটি বা তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এটা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপেরেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।

বিসিবি পরিচালক আকরাম বলেন, ‘আমরা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে তিন-চারটি অনুশীলন ম্যাচ খেলব। সেখান থেকে বাছাইয়ের সুযোগ থাকবে। সেখানেও দল নির্বাচনের বিকল্প থাকবে। সর্বশেষ পাঁচ-ছয় মাস কোনো খেলা ছিল না। টেস্টের আগে অনুশীলন ম্যাচ খুবই প্রয়োজন।’

অনুশীলন ম্যাচ কাদের বিপক্ষে হবে তা জানাননি আকরাম খান। শ্রীলঙ্কায় যাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আগামী ২৪ অক্টোবর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ।

এক নজরে দেখে নেয়া যাক লঙ্কানদের বিপক্ষেপ্রস্তুতি ম্যাচে টাইগারদের সম্ভাব্য স্কোয়াডঃ

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ রাহী, এবাদত হোসাইন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন