থমবারের মতো আয়োজিত লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এ খবর নিশ্চিত করেছে। সব দেশেই ক্রিকেট ফেরাতে এখন ব্যস্ত। বিশ্বকাপ স্থগিত হওয়ায় আন্তর্জাতিক কোন টুর্নামেন্ট না থাকায় অনেক দেশ নিজেদের ঘরোয়া টুর্নামেন্ট দিিেয় ক্রিকেটার ফেরানোর পরিকল্পনা করছে। সে পথে হাটলো শ্রীলঙ্কাও। আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর আগে তার তাদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনেই বেশি ইচ্ছুক।
আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে এলপিএল। শেষ হবে ২০ সেপ্টেম্বর। এই ২২ দিনের ওই টুর্নামেন্টটির ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে দেশের চারটি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সুরইয়াওয়াওয়া মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
Sri Lanka Cricket Executive Committee at the meeting held today (27th July) granted approval to conduct the inaugural Lanka Premier League T20 Tournament from 28th August to 20th September 2020. #SLC #LPL #LPLT20 https://t.co/s1wvom122R
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) July 27, 2020
টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশগ্রহণ করবে। দলের নামগুলো হবে কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুল্লা ও জাফনা শহরগুলোর নাম অনুসারে।
এসএলসি জানিয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য ইতোমধ্যে ৭০ জন আন্তর্জাতিক খেলোয়াড় ও ১০ জন হাই-প্রোফাইল কোচ আগ্রহ প্রকাশ করেছে। এই ৭০ জন ক্রিকেটারের মধ্যে আছে বাংলাদেশের ৫ জন। তবে এসব ক্রিকেটারের নাম প্রকাশ করেনি তারা।তাদের ভিত্তি মূল্য কেমন হবে তা নিয়ে কিছুটা ধারণাও পাওয়া গেছে। বাংলাদেশের ৫ ক্রিকেটারের সম্ভাব্য বেস পাইজ থাকবে ৬০ হাজার ডলার করে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন