শিরোনাম

প্রচ্ছদ /   শুরু হচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ বাংলাদেশী সহ নিলামে ৭০ ক্রিকেটার

শুরু হচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ বাংলাদেশী সহ নিলামে ৭০ ক্রিকেটার

Avatar

সোমবার, জুলাই ২৭, ২০২০

প্রিন্ট করুন

সারাবিশ্বে এখন টি-২০ ক্রিকেটের রাজত্ব। আইপিএল, বিগ ব্যাশ, বিপিএল কিংবা সিপিএলের কথা যদি বলা হয় তাহলে দেখা যাবে জনপ্রিয়তার দিক থেকে দিন দিন এগিয়েই যাচ্ছে এই টুর্নামেন্টগুলো। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করে একদিকে যেমন ক্রিকেট বোর্ডগুলো বাড়তি পয়সা কামাচ্ছে তেমনি নতুন খেলোয়াড়দের অনেকেই নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন।

অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডগুলো যখন তাদের দেশের ক্রিকেটের উন্নয়ন ঘটানোর জন্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্ট আয়োজন করে যাচ্ছে তখন পিছিয়ে নেই শ্রীলঙ্কাও। এর আগে ২০১১ ও ২০১২ সালে এসএলপিএল নামে লঙ্কান ক্রিকেট বোর্ড ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্ট আয়োজন করলেও নানা জটিলতায় পরবর্তিতে সেই টুর্নামেন্ট আর আলোর মুখ দেখেনি। তবে ২০২০ সালে নতুন মোড়কে আবারও শ্রীলঙ্কায় চালু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্ট।

লঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী মাসেই শুরু হতে যাচ্ছে এই টি-২০ টুর্নামেন্ট। এর আগে এসএসএলপিএল নামে টুর্নামেন্ট মাঠে গড়ালেও এবার সংশোধন হচ্ছে বেশ কিছু জায়গায়। যেখানে অন্যতম প্রধান পরিবর্তন এসেছে টুর্নামেন্টের নামে। আসন্ন আসরটির নাম করা হয়েছে ‘এলপিএল’।

আগস্টের ২৮ তারিখ থেকে টুর্নামেন্ট শুরু করার ঘোষণা ইতোমধ্যে দেয়া হয়েছে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। দেশি ক্রিকেটারের পাশাপাশি বিদেশি ৭০ জন বিদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে। বিদেশি ক্রিকেটারদের সাথে যোগাযোগ করা হলে তারা সায় দিয়েছেন বলেও জানা গেছে।

এলপিএলে দলের সংখ্যা রাখা হয়েছে ৫ টিতে। এই পাঁচ দলের জন্য ইতোমধ্যে ১০ জন কোচ কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এমনটাই জানাচ্ছে লঙ্কান গণমাধ্যম। ২৮ আগস্ট শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২০ সেপ্টেম্বর। সর্বমোট ম্যাচের সংখ্যা হবে ২৩টি। ইতোমধ্যে টুর্নামেন্টের ভেন্যুও ঠিক করা হয়ে গেছে। পাল্লেকেলে, রাঙ্গিনি ডাম্বুলা, আর প্রেমেদাসা, মাহিন্দ্র রাজা পাকসে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

উল্লেখ্য, ২০১১ এবং ২০১২ সালে আয়োজিত এসএলপিএলে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ক্রিকেটার খেলার সুযোগ পেয়েছিলেন। তাই আসন্ন টুর্নামেন্টেও বাংলাদেশ থেকে একাধিক ক্রিকেটার এলপিএলে খেলতে পারেন এমনটা ধারনা করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন