শিরোনাম

প্রচ্ছদ /   আইপিএল মাতাতে যাচ্ছে তিন বাংলাদেশী

আইপিএল মাতাতে যাচ্ছে তিন বাংলাদেশী

Avatar

সোমবার, জুলাই ২৭, ২০২০

প্রিন্ট করুন

সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা আসর আইপিএল। টুর্নামেন্টে কোনো বাংলাদেশী ক্রিকেটার দল না পেলেও বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ৩ জন থাকছে এবারের আসরেও। আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসে থাকছেন দুইজন বাংলাদেশী এবং মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের সাবেক দল সানরাইজার্স হায়দ্রাবাদে থাকছেন দুইজন বাংলাদেশী।

মূলত তিনজন বাংলাদেশীই আইপিএলের ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত হচ্ছেন থ্রোয়ার হিসেবে। বুলবুল আহমেদ ও সেন্টু করিম নামের দুজন কাজ করবেন হায়দ্রাবাদের হয়ে। অন্যদিকে খলিল আহমেদ যোগ দিবেন চেন্নাই সুপার কিংসের সাথে। বুলবুল এবং সেন্টু এবারই প্রথমবারের মত কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজির সাথে কাজ করার সুযোগ পেলেও খলিল ইতিপূর্বে রাইজিং পুলে সুপার জায়ান্ট এবং চেন্নাই সুপার কিংসের সাথে কাজ করেছেন।

চেন্নাই ফ্র্যাঞ্চাইজির সাথে কাজ করার সুযোপ পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন খলিল। তিনি জানান চেন্নাই সুপার কিংসের সাথে কাজ করার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত খুশি। ১০ আগস্ট দুবাই পাড়ি জমানোর কথা জানিয়ে তিনি বলেন,

‘’ চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্ট আমাকে ফোন করেছিল। আমার ১০ আগস্ট দুবাই যাওয়ার কথা রয়েছে। এটা আমার জন্য অনেক স্বস্তির খবর এবং আমি সত্যিই অনেক আনন্দিত। কারণ সেখান থেকে যে টাকা পাব সেটা দিয়ে পুরো বছর পরিবারের খরচ চালাতে পারব।‘’ দুবাইয়ে যাওয়ার পর অবশ্য ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে খলিলকে।

খলিলের যাওয়ার ব্যপারে নিশ্চিত হওয়া গেলেও কবে নাগাদ সেন্টু এবং বুলবুল দুবাই যাচ্ছেন সেটা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।

উল্লেখ্য, চলতি বছরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের ১৩তম আসর। সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে ৮ নভেম্বর। মহামারী করোনা ভাইরাসের কারনে ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এবারের আসর ভারতে অনুষ্ঠিত হচ্ছে না। তাই ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন