শিরোনাম

প্রচ্ছদ /   তামিম মুশফিক নয় বাংলাদেশ দলে নিজের পছন্দের খেলোয়াড়ের নাম জানালেন মাশরাফি

তামিম মুশফিক নয় বাংলাদেশ দলে নিজের পছন্দের খেলোয়াড়ের নাম জানালেন মাশরাফি

Avatar

রবিবার, জুলাই ২৬, ২০২০

প্রিন্ট করুন

সময়ের সেরা অলরাউন্ডারদের একজন সাকিব আল হাসান। ব্যাটে-বলে পারফরম্যান্স দুর্দান্ত। ক্রিকেট ইতিহাসের হাতে গোনা সেই অলরাউন্ডারদের একজন। যাদেরকে বলা যায় ‘জেনুইন’ অলরাউন্ডার। তার ব্যাটিং ও বোলিং সব সময় দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

এবার মাশরাফি বিন মুর্তজা জানালেন সবমিলিয়ে বাংলাদেশের সেরা ফিল্ডার সাকিব। সেরা ব্যাটসম্যান ও সেরা বোলার নিয়ে বিতর্ক-আলোচনা হয় প্রায়ই। বাংলাদেশের সংস্কৃতিতে ফিল্ডিং অনেক সময়ই পড়ে থাকে আড়ালে। তবে সাবেক টাইগার অধিনায়ক জানালেন তার চোখে সেরা ফিল্ডার সাকিব।

অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক সাক্ষাৎকারে বাউন্ডারিতে সেরা ফিল্ডার নিয়ে বলতে গিয়ে মাশরাফি বলেন, “চোখ বন্ধ করে সেরা সাকিব। বৃত্তের ভেতর তার দক্ষতার কথা তো বলেছিই। সে দুর্দান্ত অলরাউন্ড ফিল্ডারও।

কোন পজিশনে সে ফিল্ডিং করেনি! সব জায়গায়ই খুবই নিরাপদ। এখনও ওকে বাউন্ডারিতে ফিল্ডিংয়ে পাঠালে নিশ্চিন্ত থাকা যায়। একটা পজিশনেই হয়তো খুব বেশি ফিল্ডিং করেনি, গালিতে। এমনকি স্পিন বলে স্লিপেও যখন ফিল্ডিং করেছে, খুব ভালো করেছে।”

“সোহাগ গাজীর হ্যাটট্রিক উইকেটের ক্যাচটি যেমন অসাধরণ ছিল। পেস বলে অবশ্য স্লিপে কখনও ফিল্ডিং করেছে বলে মনে হয় না। তবে সাকিব যে ধরনের ক্রিকেটার, আমার মনে হয়, চেষ্টা করলে গালি বা পেস বোলিংয়ে স্লিপেও সে ভালো পারবে! সব মিলিয়ে সে প্রায় পরিপূর্ণ ফিল্ডার। সেরার বাছাইয়ে আরেকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, কে কত লম্বা সময় সেরা মান ধরে রেখেছে।”

“ভালো ফিল্ডার আমরা বেশ কিছু পেয়েছি। কেউ কেউ হয়তো কোনো একটা নিদির্ষ্ট সময় বা দুই-তিন-চার বছর খুব ভালো ফিল্ডিং করেছে। সাকিব এক যুগ ধরে টপক্লাস ফিল্ডিং করে চলেছে। এত লম্বা সময় মান ধরে রাখাই ওকে সবার চেয়ে এগিয়ে নিয়েছে। হ্যাঁ, অবশ্যই একই মান সবসময়ই থাকেনি। ফিল্ডিংয়েও ভালো-খারাপ দিন আসে। কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাকিবের সবসময়ই ছিল। মনে করার চেষ্টা করুন, ক্যারিয়ারে কয়টা ক্যাচ ছেড়েছে? বড়জোর দু-তিনটা মনে করতে পারবেন হয়তো। এক যুগের ক্যারিয়ারে এটা দারুণ ব্যাপার।”– যোগ করেন সাবেক টাইগার অধিনায়ক।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন