শিরোনাম

প্রচ্ছদ /   ফিরছেন সাইফুদ্দিন সেপ্টেম্বরে যে স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ দল

ফিরছেন সাইফুদ্দিন সেপ্টেম্বরে যে স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ দল

Avatar

রবিবার, জুলাই ২৬, ২০২০

প্রিন্ট করুন

অবশেষে এই বছর বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ম্যাচ অপেক্ষা করছে। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই অনুশীলন শুরু করে দিয়েছে একমাত্র বাংলাদেশ এবং ভারত বাদে। ঠিক কবে নাগাদ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অনুশীলনের নামতে পারবে এটাও এখনো নিশ্চিত করে বলতে পারছেনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ধীরে ধীরে বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হচ্ছে।

হাওয়ায় ভেসে বেড়ানো গুঞ্জন নয়। সত্যিকার সময় ও সফরসূচি চূড়ান্ত না হলেও, বাংলাদেশ জাতীয় দল যে শ্রীলঙ্কা সফরে যাবে এটা একপ্রকার নিশ্চিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান উপলব্ধি হলো, যত ফিটনেস ও স্কিল ট্রেনিংই করা হোক না কেন, ম্যাচ খেলার বিকল্প নেই। ম্যাচ খেলে খেলেই আবার স্বাভাবিক ছন্দে ফেরা সম্ভব, তাই আগামীতে কোন সিরিজ খেলার চিন্তা।

এক্ষেত্রে কোনো বিদেশ সফর দিয়েই আবার জাতীয় দলের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনায় আগ্রহী বিসিবি। প্রাথমিকভাবে শ্রীলঙ্কার পাশাপাশি আয়ারল্যান্ডেও যাওয়ার চিন্তা ছিল। জানা গেছে, আইরিশ বোর্ড আগামী দুই-তিন মাসের ভেতরে স্থগিত হওয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে। বিসিবিও প্রাথমিকভাবে আগ্রহ প্রকাশ করেছিল।

কিন্তু ভেতরের খবর, সে চিন্তা থেকে সরে এসেছে বিসিবি। আয়ারল্যান্ড সফরে না গিয়ে শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। আয়ারল্যান্ড বাদ দিয়ে শুধু শ্রীলঙ্কায় খেলতে যাওয়া কেন? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, মূলত ঠাণ্ডার কথা মাথায় রেখে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে আয়ারল্যান্ড না যাওয়ার সিদ্ধান্ত।

বলার অপেক্ষা রাখে না, ঐ সময়টা আয়ারল্যান্ডে শীতের প্রকোপ বেশি থাকে। আর তখন খেলতে যাওয়ার অর্থ করোনা সংক্রমণের বাড়তি ঝুঁকি। মূলত এ কারণেই আয়ারল্যান্ড সফর বাতিলের চিন্তা।

বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াডঃ মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল খান, সৌম্য সরকার, নাইম শেখ, লিটন দাস, মুশফিকুর রহি্ম,মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সাইফউদ্দিন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইদলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন