করোনার কারনে ক্রিকেট বিশ্ব বেশ কিছুদিন দূরে থাকার পর অবশেষে মাঠে ফিরেছে ক্রিকেট। গ্যালারিতে দর্শক সারি ফাঁকা থাকলেও মাঠের লড়াই ইতোমধ্যেই চালু হয়েছে। এদিকে আইসিসি টি-২০ বিশ্বকাপ পিছিয়ে গেলেও আইপিএল শুরু হতে যাচ্ছে অবশেষে। ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে আইপিএলের সময়সূচী এবং অনুষ্ঠিত হবার স্থান।
করোনার কারনে ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবারের আইপিএল হচ্ছে না ভারতে এমনটা জানা গিয়েছিল আগেই। আর আইপিএলের ভেন্যু হিসেবে শেষ পর্যন্ত বেছে নেয়া হল সংযুক্ত আরব আমিরাতকে। কেননা সারা বিশ্ব যখন করোনার ছোবলে নাকাল তখন কিছুটা স্বস্তিতে রয়েছে মরুর দেশ আরব আমিরাত।
আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে আসরটি চলবে ৮ নভেম্বর পর্যন্ত। অর্থাৎ ৫১ দিনে ধরে টানা টি-২০ ক্রিকেট উপভোগ করার সুযোগ রয়েছে দর্শকদের সামনে। বিশ্বের অন্যতম সেরা টি-২০ ঘরোয়া এই আসরকে কেন্দ্র করে তাই দর্শকদের মধ্যে সৃষ্টি হয়েছে বাড়তি উন্মাদোনা।
২০১৮-র আইপিএল-এ রানার্স হয়ে শেষ করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। কিছুদিন আগে শেষ হওয়া নিলামে প্রায় অংশ নেইনি বললেই চলে। নিলাম থেকে মাত্র তিন জনকে তুলে নিয়েছে হায়দ্রাবাদ। টিম ম্যানেজমেন্ট মূল দলটিকেই ধরে রেখেছে। যদিও গত ছ’বছর হায়দ্রাবাদের সঙ্গে থাকার পর দিল্লিতে যোগ দিয়েছেন শিখর ধাওয়ান।
কেন উইলিয়ামসনের নেতৃত্বে ডেভিড ওয়ার্নার, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, সাকিব আল হাসান, ইউসুফ পাঠানদের ধরে রেখেছেন দল। হায়দ্রাবাদের বোলিং এই ক্রিকেটারদের নিয়েই সব থেকে বেশি শক্তিশালী আইপিএল-এ। প্লেয়ার ছাড়ার উইকেট-কিপার ঋদ্ধিমান সাহাকে ছেড়ে দিলেও পরে নিলামে তাঁকে তাঁর বেস প্রাইজে তুলে নেয় হায়দ্রাবাদ।
ঋদ্ধিমান সাহাই প্রথম প্লেয়ার যাঁর ব্যাট থেকে আইপিএল ফাইনালে সেঞ্চুরি এসেছিল। কিংস একাদশ পঞ্জাবের হয়ে ৫৫ বলে কলকাতার বিরুদ্ধে ১১৫ রানের ইনিংস খেলেছিলেন ঋদ্ধিমান।
চেন্নাই সুপার কিংসের পর ভারসাম্যযুক্ত দল বানিয়েছে হায়দ্রাবাদ। ২০ জন ক্রিকেটারকেই ধরে রেখেছিল তাঁরা। গত বল ছর বল-বিকৃতি কাণ্ডে আইপিএলে খেলতে না পারা ডেভিড ওয়ার্নারও এবার রয়েছেন দলে।
সানরাইজার্স হায়দ্রাবাদ
নিলামের আগে : অভিষেক শর্মা, বাসিল থাম্পি, ভুবনেশ্বর কুমার, বিলি স্ট্যানলেক, ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামস, মনীশ পান্ডে, মোহাম্মদ নবি, রাশিদ খান, সন্দ্বীপ শর্মা, শাহবাজ নাদিম, শ্রীভাটস গোস্বামী, সিদ্ধার্থ কল, সৈয়দ খলিল আহমেদ, নটরঞ্জন, বিজয় শঙ্কর ও ঋদ্ধিমান সাহা।
নিলাম : মিচেল মার্শ, প্রিয়ম পরাগ, ভিরাট সিং, ফ্যাবিয়ান অ্যালেন, স্বন্দ্বীপ বাভানাকা, সঞ্জয় যাদব, আব্দুল সামাদ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন