করোনার কারনে ক্রিকেট বিশ্ব বেশ কিছুদিন দূরে থাকার পর অবশেষে মাঠে ফিরেছে ক্রিকেট। গ্যালারিতে দর্শক সারি ফাঁকা থাকলেও মাঠের লড়াই ইতোমধ্যেই চালু হয়েছে। এদিকে আইসিসি টি-২০ বিশ্বকাপ পিছিয়ে গেলেও আইপিএল শুরু হতে যাচ্ছে অবশেষে। ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে আইপিএলের সময়সূচী এবং অনুষ্ঠিত হবার স্থান।
করোনার কারনে ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবারের আইপিএল হচ্ছে না ভারতে এমনটা জানা গিয়েছিল আগেই। আর আইপিএলের ভেন্যু হিসেবে শেষ পর্যন্ত বেছে নেয়া হল সংযুক্ত আরব আমিরাতকে। কেননা সারা বিশ্ব যখন করোনার ছোবলে নাকাল তখন কিছুটা স্বস্তিতে রয়েছে মরুর দেশ আরব আমিরাত।
আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে আসরটি চলবে ৮ নভেম্বর পর্যন্ত। অর্থাৎ ৫১ দিনে ধরে টানা টি-২০ ক্রিকেট উপভোগ করার সুযোগ রয়েছে দর্শকদের সামনে। বিশ্বের অন্যতম সেরা টি-২০ ঘরোয়া এই আসরকে কেন্দ্র করে তাই দর্শকদের মধ্যে সৃষ্টি হয়েছে বাড়তি উন্মাদোনা।
তবে সাকিব আল হাসান বা মুস্তাফিজুর রহমান না থাকলেও এবারের আসরে থাকছেন এক বাংলাদেশি। তিনি বাংলাদেশ জাতীয় দলের টিম বয় বুলবুল।
তরুণ বুলবুল বাংলাদেশ দলে কাজ করেন সাইড আর্ম থ্রোয়ার হিসেবে। সাইড আর্ম থ্রোয়ারের মূল কাজ অনুশীলনে ব্যাটসম্যানদের সাহায্য করা। আইপিএলের জনপ্রিয় দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কাজ করবেন তিনি।সানরাইজার্স হায়দরাবাদের অনেক ভক্ত আছেন
বাংলাদেশ। সাকিব ও মুস্তাফিজ দুজনই এই দলের হয়ে খেলেছেন। এবার সাকিব আইপিএলে নেই নিষেধাজ্ঞার কারণে। আর কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দলভুক্ত করেনি আইপিএলের কোনো দল। তবে খেলোয়াড় না হলেও বাংলাদেশ থেকে আইপিএলে থাকবেন বুলবুল। পুরো আসরেই
তিনি সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটসম্যানদের সাথে কাজ করবেন।বুলবুল জানান, বাংলাদেশ জাতীয় দলের কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরন ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সহযোগিতায় সানরাইজার্স
হায়দরাবাদের মত দলের হয়ে আইপিএলে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। শ্রীনিবাসের মাধ্যমে তার থ্রোয়িংয়ের ভিডিও পাঠানো হয় সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষের কাছে। বাকি রাস্তা প্রশস্ত হয়েছে বুলবুলের যোগ্যতাবলেই। বুলবুলের কাজ পছন্দ হওয়ায় পুরো আসরের জন্য তাকে সাইড আর্ম থ্রোয়ার হিসেবে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন