কলকাতা নাইট রাইডার্স এর হয়ে একাধিক বার চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএলের পঞ্চম আসরে প্রথম বারের মত শিরোপা ঘরে তোলে কলকাতা নাইট রাইডার্স। ওই মৌসুমে কলকাতার হয়ে খেলেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সাকিব এর অবদান ছিল অনেক। ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে চমৎকার বোলিং করেছিলেন সাকিব আল হাসান। হাইস্কোরিং ম্যাচে ৩ ওভারে ২৫ রান খরচ করে নেন চেন্নাই ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক সুরেশ রায়নার উইকেটটি।
ফাইনালে ওই ম্যাচে সুরেশ রায়না করেছিলেন ৭৩ রান। প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটেই ১৯০ রানের পাহাড় গড়েছিল মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। এই ৩ উইকেটের মধ্যে সাকিব নেন ১টি, ফেলে দেয়ার মতো নয় নিশ্চয়ই। তার চেয়ে বড় কথা, কেকেআরের হয়ে সেদিন দ্বিতীয় সেরা বোলিং ফিগারটি ছিল বাংলাদেশি অলরাউন্ডারেরই।
জবাবে ব্যাট করতে নেমে ২ বল হাতে রেখে ম্যাচে জয়লাভ করে কলকাতা নাইট রাইডার্স। অপরাজিত থেকেই কলকাতা জয় এনে দেন দুই বাঙালি ক্রিকেটার সাকিব আল হাসান এবং মনোজ তিওয়ারি। যদি আনইন্সটল ভিত গড়ে দিয়েছিলেন ওপেনার মানভিন্দর বিসলা এবং জ্যাক ক্যালিস। মানভিন্দর বিসলার ৮৯ আর জ্যাক ক্যালিসের ৬৯ রান করেছিলেন।
তবে শেষটা ভালো না হলে বিসলা-ক্যালিসের এমন ব্যাটিংও জলেই যেতো। শেষ ওভারে দরকার ছিল ৯ রান। প্রথম বলে সিঙ্গেলস নেন মনোজ তিওয়ারি, পরের বলে জায়গা বদল করেন সাকিব। স্ট্রাইকে গিয়ে চতুর্থ আর পঞ্চম বলে টানা দুই বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন মনোজ তিওয়ারি।
বাঙালি এই ব্যাটসম্যান ৩ বলে অপরাজিত থাকেন ৯ রানে। অপরপ্রান্তে ৭ বলে ১১ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশেই মাঠ ছাড়েন সাকিব। এই দুজনই ছিলেন শেষ সময়ে সব উৎসবের কেন্দ্রবিন্দুতে।
কিন্তু প্রথমবার শিরোপা জয়ের স্মৃতি রোমহ্নন করতে গিয়ে কেকেআর ভুলে গেল এই দুই তারকাকেই। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে সেই ২৭ মে স্মরণ করতে গিয়ে কেকেআর লিখেছে, ‘২৭ মে, ২০১২। যে রাতটি প্রতিটি নাইট রাইডার্সের (হৃদয়ের) খুব কাছে। প্রথমবারের সঙ্গে সবসময়ই অনেক আবেগ, অনেক স্মৃতি জড়িয়ে থাকে। আপনার কোনটি?’
ওই টুইটেই হ্যাশট্যাগ দিয়ে ম্যাচসেরা মানভিন্দর বিসলা, ক্যারিবীয় তারকা স্পিনার সুনিল নারিন, নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম আর সাবেক অসি পেসার ব্রেট লি’কে স্মরণ করেছে কেকেআর। কিন্তু নাম নেই সাকিব আর মনোজের।
বাঙালি এই ব্যাটসম্যান এমন উপেক্ষার প্রতিবাদ করে টুইটে লিখেছেন, ‘হ্যাঁ, আমার সঙ্গে আরও অনেকেরই অনেক অনেক স্মৃতি, আবেগ আছে। যা কিনা সারাজীবনই থাকবে। কিন্তু এই টুইটটি দেখার পর যেখানে আমার এবং সাকিব আল হাসানের কথা আপনারা সবাই ভুলে গেছেন, খুবই অপমান বোধ করছি। আপনাদের এই টুইট সব নাইট রাইডার্সের (হৃদয়ে) গেঁথে থাকবে। হতাশাজনক!’
মনোজের এমন প্রতিবাদ দেখে অবশ্য টনক নড়েছে কেকেআরের। তারা ফিরতি টুইটে লিখেছে, একটি ছবিতে তাকে ট্যাগ করা হয়েছে। কেকেআরের টুইট, ‘মনোজ তোমাকে ভোলার উপায় নেই। আমাদের স্পেশাল রাতের স্পেশাল একজন নাইটকে কখনই মিস করতে পারি না। তুমি ছিলে, সবসময়ই ২০১২ সালের বিজয়ে তুমি হিরো থাকবে।’
তবে এই টুইটেও সাকিব আল হাসানের অবদানের কথা স্বীকার করেনি কেকেআর। মনোজকে খুশি করেই টুইট শেষ করেছে আইপিএলের জনপ্রিয় ও অন্যতম সফল দলটি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন