ইংলিশ কাউন্টি ক্লাব লেইচেস্টারশায়ারের প্রধান কোচ সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান পল নিক্সন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাথে কাজ করতে পেরে প্রকাশ করেছেন উচ্ছ্বাস।
বিপিএলে নিজের জার্নিটা কেমন কাটলো জানাতে গিয়ে ৪৯ বছর বয়সী এই ইংলিশ বলেন, ‘দল হিসেবে আমাদের বিপিএল জার্নিটা ছিল অসাধারণ। সবাই এতো বন্ধুসুলভ ছিল, অসাধারণ। পুরো মৌসুমটাই চট্টগ্রামের জন্য ভালো ছিল যদিও সূচীটা একটু ব্যস্ত ছিল।’
‘আমি আসলে দেশে ফিরে যাবো আমার ক্লাব লেইচেস্টারশায়ার কাউন্ট্রি ক্রিকেট ক্লাব, তারা আমাকে একটা সুযোগ দিয়েছে। বড়দিনের আগে ১০ দিন এবং বড় দিনের পরে ৫ দিন ছুটি। আমি তার জন্য তাদের ধন্যবাদ জানাই। আসলে অনেককিছু ছেড়ে এখানে আসতে হয়েছে, পরিবার পরিজন ছেড়ে।’
বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ নিক্সন আসতে চান আবার, ‘তিনদিনের জন্য বড়দিনের ছুটি শুধু তাদের সাথে কাটাতে পেরেছি। এটা আমার জন্য খুব ভালো একটা চ্যালেঞ্জ ছিল এবং ভালো একটা অভিজ্ঞতা পুরো টিমের সাথে। বাংলাদেশের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। আশাকরি পরের বছর আবার দেখা হবে। সবাই কে ধন্যবাদ।’
এবারের বঙ্গবন্ধু বিপিএলে ১২ ম্যাচ খেলে ৮টিতে জয় পেয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। হ্যামস্ট্রিং চোটের কারণে বিপিএল মাতাতে পারেন নি দলটির অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যা, আমি আমাদের অধিনায়ককে মিস করছি। মাহমুদউল্লাহ একজন হাই-ক্লাস ব্যক্তিত্ব, অধিনায়ক ও ক্রিকেটার। তাকে না পাওয়াটা আমাদের বড় ক্ষতি ছিল।’ইমরুলের প্রশংসা করে তিনি বলেন, ‘ইমরুলও অনেক ভালো করেছে, অধিনায়ক কিংবা ব্যাটসম্যান যে হিসাবেই তাকে দেখেন না কেন।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন