একসময় ব্যাট হাতে সারা মাঠ দাপিয়ে বেরিয়েছেন, গড়েছেন একের পর এক রেকর্ড। ব্যাটখানা তুলে রাখলেও ক্রিকেট থেকে দূরে নেই এই ক্যারিবিয়ান তারকা। ক্রিকেট নিয়ে নানা কাটাছেড়া কিংবা বিশ্লেষণের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি।
সম্প্রতি ক্যারিবিয়ান এই কিংবদন্তী জানিয়েছেন তার পছন্দের ক্রিকেটারের নাম। বর্তমানে আলোচনার শীর্ষে থাকা ব্যাটসম্যানদের মধ্যে নাম রয়েছে বিরাট কোহলি, স্টিভেন স্মিথ কিংবা রোহিত শর্মাদের। তবে লারার পছন্দের শীর্ষে নেই এদের মধ্য থেকে কেউই!
মুম্বাইয়ে একটি প্রোগ্রামে উপস্থিত হয়ে সেখানে লারা জানিয়েছেন তার পছন্দের ক্রিকেটার ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল। ভারতীয় এই ক্রিকেটার বিশ্বের যে কোন দলে জায়গা পাওয়ার যোগ্যতা রাখে বলে বিশ্বাস করেন লারা। তার ভাষ্য,
‘’ রাহুলের ব্যাটিং টেকনিক এবং যেভাবে সে ব্যাট করে, তাতে যে কোনও দলে জায়গা পাওয়ার দাবি রাখে। সারা বিশ্বে অনেক চমৎকার ব্যাটসম্যান আছে। স্টিভেন স্মিথ, বিরাট কোহলি, রোহিত শর্মা। আমার পছন্দের ব্যাটসম্যান হলো লোকেশ রাহুল।”
প্রতিটা ব্যাটসম্যানের থাকে নিজস্ব স্টাইল, থাকে আলাদা আলাদা ব্যাটিং ধরন। লোকেশ রাহুলের মধ্যে কী এমন আছে যে লারা তাকে বেছে নিলেন? এমন প্রশ্নের জবাবে ক্যারিবিয়ান এই তারকা জানিয়েছেন রাহুলের আগ্রাসী ব্যাটিং মুগ্ধ করে তাকে।
লারার ভাষ্য, ‘’ সে দারুণ ক্লাসের ব্যাটসম্যান। আমি বলতে চাইছি, যখন আপনি একজন খেলোয়াড়ের দিকে তাকাবেন তখন তার খেলাটা দেখবেন। তার টেকনিক অসাধারণ, আগ্রাসীও। তার ব্যাটিং বিনোদন দেয়। তার ব্যাটিং দেখতে ভালো লাগে। এটাই সহজ কথা।”
লোকেশ রাহুলের ব্যাটিং লারাকে মুগ্ধ করলেও তিনি এটাও বিশ্বাস করেন যে বিরাট কোহলির মত ব্যাটসম্যান এখনও হয়ে উঠতে পারেননি রাহুল। “তবে বিরাট কোহলির চেয়ে ভালো ব্যাটসম্যান নয় সে। বিরাট বিশ্বের সেরা ব্যাটসম্যান। আমি এখানে শুধু বলতে চাচ্ছি, কার ব্যাটিং দেখতে আমার ভালো লাগে। কাউকে অসম্মান করছি না।”
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন