করোনাভাইরাসের কারণে থমকে আছে বিশ্ব ক্রিকেট। একে একে সবগুলো দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের মত স্থগিত হচ্ছে ঘরোয়া আসরগুলোও। এমন বিরল পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও জেগেছে শঙ্কা।
এই বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে। অক্টোবর-নভেম্বরের এই বিশ্বকাপের স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া। করোনাভাইরাসের কারণে দেশটির ক্রিকেটও স্তব্ধ হয়ে আছে।
তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রত্যাশা, করোনাভাইরাসের সংকটময় মুহূর্ত কাটিয়ে আগামী কয়েক মাস কয়েক সপ্তাহের মধ্যেই সব ধরনের ক্রীড়া ইভেন্ট মাঠে ফিরবে। একইসাথে টি-টোয়েন্টি বিশ্বকাপও পেছানো লাগবে বলে ভাবছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস জানান, করোনাভাইরাসের বর্তমান সংকটময় পরিস্থিতি দ্রুতই কাটিয়ে উঠতে সক্ষম হবে দেশগুলো- এমন প্রত্যাশা ক্রিকেট অস্ট্রেলিয়ার।
তিনি বলেন, ‘আমরা আশা করছি, আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যেই সব ধরনের খেলাধুলা পুরোদমে মাঠে গড়াবে।’
‘এমন একটি পরিস্থিতি সম্পর্কে আমরা কেউই বিশেষজ্ঞ নই। তাই আমরা প্রত্যাশাই করতে পারি যে- অক্টোবর বা নভেম্বর আসতে আসতে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ঠিক সময়েই মাঠে গড়াবে।যদি পরিস্থিতি খারাপ থাকে তাহলে কিছুটা পিছাতে পারে টি২০ বিশ্বকাপ।’– বলেন রবার্টস।
আর যদি তাই হয় তাহলে বাংলাদেশের জনয় থাকবে সুখবর কারণ সাকিবের নিষধাজ্ঞা শেষ হবে টি২০ বিশ্বকাপের মাঝেই যদি তা পিছিয়ে যায় শুরু থেকেই খেলতে পারবেন সাকিব এবং সাকিবের নেতৃত্বেই হবে টি২০ বিশ্বকাপ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবার কথা রয়েছে ১৫ নভেম্বর, মেলবোর্নে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দর্শকদের উপস্থিতির কথা কল্পনাও করা যাচ্ছে না। তবে করোনার প্রভাব কেটে যাওয়ার বিশ্বাস নিয়েই অজি ক্রিকেটের এই শীর্ষ কর্তার প্রত্যাশা, ফাইনাল উপভোগ করবেন গ্যালারি ঠাসা দর্শক।
‘এই মুহূর্তে আমরা পরিকল্পনা করছি নভেম্বরের ১৫ তারিখ নিয়ে, যেদিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড দর্শকে ঠাসা থাকবে, যেমন কদিন আগে ছিল প্রমীলা বিশ্বকাপের ফাইনালে।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন