শিরোনাম

প্রচ্ছদ /   প্লেয়ার ড্রাফট শেষে দেখেনিন সিপিএলের ছয় দলের চুড়ান্ত স্কোয়াড

প্লেয়ার ড্রাফট শেষে দেখেনিন সিপিএলের ছয় দলের চুড়ান্ত স্কোয়াড

Avatar

সোমবার, জুলাই ৬, ২০২০

প্রিন্ট করুন

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। আগামী ১৮ আগস্ট শুরু হয়ে আসরের পর্দা নামবে ১০ সেপ্টেম্বর। ড্রাফট শেষে অংশগ্রহণকারী ছয়টি দলের স্কোয়াড চূড়ান্ত করা হয়েছে। কোনো দলেই বাংলাদেশের কাউকে দলভুক্ত করা হয়নি।

বার্বাডোজ ট্রাইডেন্টস : রশিদ খান, জেসন হোল্ডার, মার্কাস স্টয়নিস, হ্যারি গার্নি, অ্যালেক্স হেলস, জনসন চার্লস, শাই হোপ, হায়ডেন ওয়ালশ জুনিয়র, অ্যাশলে নার্স, জনাথন কার্টার, রায়মন্ড রেইফার, কাইল মায়ার্স, জশুয়া বিশপ, নিম ইয়ং,জাস্টিন গ্রেভস, রহমানউল্লাহ গুরবাজ, শায়ান জাহাঙ্গীর।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স : ইমরান তাহির, নিকোলাস পুরান, ব্র্যানডন কিং, শিমরন হেটমেয়ার, রস টেলর, ক্রিস গ্রিন, কাস আহমেদ, কিমো পল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, নাভিন উল হক, চন্দরপল হেমরাজ, কেভিন সিনক্লেয়ার, আশমেড নেডো, ওডেন স্মিথ, অ্যান্থনি ব্রামবল, জসদিপ সিং।

জ্যামাইকা তালাওয়াস : আন্দ্রে রাসেল, সন্দ্বীপ লামিচানে, কার্লোস ব্র্যাথওয়েট, রভম্যান পাওয়েল, তাবরাইজ শামসি, গ্লেন ফিলিপস, চ্যাডউইক ওয়ালটন, ওশানে থমাস, আসিফ আলী, ফিদেল অ্যাডওয়ার্ডস, প্রেস্টন ম্যাকসুইন, আন্দ্রে ম্যাকার্থি, নিকোলাস কির্টন, জিভর রয়্যাল, এনক্রুমাহ বোনার, ভি পারমল, রায়ান পারসড।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস : ক্রিস লিন, বেন ডাঙ্ক, এভিন লুইস, ফাবিয়ান অ্যালেন, রাসি ভ্যান ডার ডুসেন, সোহাইল তানভীর, ইস সোধি, শেলডন কটরেল, দীনেশ রামদিন, রায়াদ এমরিট, ডেনিস বুলি, আলজারি জোসেফ, জশুয়া ডা সিলভা, ডমিনিক ড্রেক্স, কলিন আর্কিবাল্ড, জন-রাস জাগেসার, সানি সোহেল।

সেন্ট লুসিয়া জুকস : রাইলি রুশো, মোহাম্মদ নবী, ড্যারেন স্যামি, কলিন ইনগ্রাম, আন্দ্রে ফ্লেচার, কেসরিক উইলিয়ামস, অ্যানরিখ নর্টজে, চেমার হোল্ডার, ওবেদ ম্যাককয়, রাহকিম কর্নওয়েল, মার্ক ডেয়াল, নূর আহমাদ, কিমানি মেলিয়াস, লেনিকো বাউচার, কাভেম হজ, জাভেলে গ্লেন, সাদ বিন জাফর।

ত্রিনবাগো নাইট রাইডার্স : ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড, সুনীল নারাইন, কলিন মুনরো, ফাওয়াদ আহমেদ, ড্যারেন ব্রাভো, লেন্ডল সিমন্স, খারি পিয়েরে, টিম সেইফার্ট, সিকান্দার রাজা, অ্যান্ডারসন ফিলিপ, প্রবীণ তাম্বে, জায়ডেন সিলস, আমির জাঙ্গু, টিয়ন ওয়েবস্টার, আকিল হোসেন, এম আলী খান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন