২০০১ সালে শ্রীলঙ্কার সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে চলছে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ৷ টেস্ট অভিষেকেই আশরাফুল করে বসলেন অসাধারণ কীর্তি৷ মাত্র ১৭ বছর ৬১ দিন বয়সে ১১৪ রান করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করার গৌরব অর্জন করলেন৷ সে ম্যাচে বাংলাদেশ ইনিংস ও ১৩৭ রানের ব্যবধানে পরাজিত হলেও আশরাফুল রয়ে গেছেন ইতিহাসের পাতায়৷
টেস্ট ক্রিকেট ছাড়াও অন্য ফরম্যাট গুলোতে দেশের ক্রিকেটে দারুণ অবদান রেখেছেন আশার ফুল হয়ে আসা মোহাম্মদ আশরাফুল। কিন্তু ক্যরিয়ারের একটা পর্যায়ে হঠাৎ অন্ধকার পথে পা বাড়িয়েছেন আশরাফুল। ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে নিষিদ্ধ হয়ে চলে যান মাঠের বাহিরে। যার ফলে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও এখনো ফিরতে পারেননি জাতীয় দলে।
সম্প্রতি অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল জাগো নিউজ ডটকমের সাথে এক সাক্ষাৎকারে দেশের ক্রিকেটের সর্বকালের সেরা টেস্ট দল সাজিয়েছেন আশরাফুল। আর সেই দলে নিজেকে রাখেননি দেশের ক্রিকেটে ইতিহাসের অন্যতম সেরা ন্যাচারাল ট্যালেন্টেড এই ক্রিকেটার। আর তার পছন্দের একাদশে অধিনায়ক হিসেবে রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
আশরাফুলের পছন্দের একাদশে ওপেনার হিসেবে রেখেছেন তামিম ইকবাল ও সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিমকে৷ তিন নম্বরে রেখেছেন আরেক সাবেক ক্রিকেটার হাবিবুর বাশার সুমন। চার নম্বরে রেখেছেন বর্তমান টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হককে। পাঁচ নম্বরে আছে সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল।
এছাড়া ছয় ও সাত নম্বরে রাখা হয়েছে অধিনায়ক সাকিব আল হাসান ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। আট ও নয় নম্বরে স্পিনার হিসেবে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ ও সাবেক স্পিনার মোহাম্মদ রফিককে। দশ ও এগারো নম্বরে রেখেছেন পেসার মাশরাফি বিন মুর্তজা ও শাহাদাত হোসেন রাজিবকে। এছাড়া দেশের বাহিরে হলে মিরাজকে বাহিরে রেখে একাদশে সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্তকে রাখবেন আশরাফুল।
আশরাফুলের চোখে সর্বকালের সেরা টেস্ট দল: তামিম ইকবাল, জাভেদ ওমর বেলিম, হাবিবুল বাশার সুমন, মুমিনুল হক, আমিনুল ইসলাম বুলবুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা এবং শাহাদাত হোসেন রাজিব।
(দেশের বাইরে হলে মেহেদি হাসান মিরাজের বদলে হাসিবুল হোসেন শান্ত।)
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন