ক্রিকেট বিষয়ক বিখ্যাত সাময়িকী উইজডেন ক্রিকেট মান্থলির শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানকে নির্বাচিত করেছে। টেস্টেও ষষ্ঠ স্থান অর্জন করেছেন সাকিব। ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন উইজডেনের শতাব্দীর সেরা খেলোয়াড়দের তালিকায় সাকিব নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সতীর্থ ক্রিকেটার মুশফিক-রুবেলরা।
মিস্টার ডিপেন্ডেবল’র খ্যাত মুশফিকুর রহিম নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেন, “সম্প্রতি উইজডেন ওয়ানডে ক্রিকেটে একবিংশ শতাব্দীর দ্বিতীয় সেরা খেলোয়াড় (এমভিপি) হিসাবে সাকিব আল হাসানকে ঘোষণা করেছে। বাংলাদেশের বিস্মিত বালক, আপনার সাথে মাঠে খেলা আমার জন্যে সম্মানের, অভিনন্দন! আলহামদুলিল্লাহ। ইন শা আল্লাহ, সাকিবের সাথে আবার মাঠে খেলার অপেক্ষায় আছি৷
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় পেসার রুবেল লিখেন, “শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত হওয়ায়, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানকে আন্তরিক ভাবে অভিনন্দন জানাই।”
টাইগার হার্ডহিটার খ্যাত ব্যাটসম্যান সাব্বির রহমান এক বার্তায় লিখেন, “একদিনের ক্রিকেটে শতাব্দীর দ্বিতীয় সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান ভাই। এই অসাধারণ কৃতিত্বের জন্য সাকিব ভাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনার ফেরার অপেক্ষায় পুরো বাংলাদেশ।”
চলতি শতাব্দীর মোটে ২০ বছর পেরিয়েছে, এর মধ্যেই সেরা খেলোয়াড় নির্বাচন- প্রশ্নটা যে কারও মনে উদয় হতে পারে বলে উইজডেন মান্থলি এই জরিপকে ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’ বা এমভিপি নাম দিয়েছে। ক্রিকেট পরিসংখ্যান ও বিশ্লেষণ সংস্থা ‘ক্রিকভিজ’-এর সঙ্গে যৌথ গবেষণায় চলতি শতাব্দীতে ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করা ক্রিকেটার নির্বাচন করেছে।
এই তালিকায় ওয়ানডেতে শতাব্দীর দ্বিতীয় সেরা হয়েছেন সাকিব। জুয়াড়ির সঙ্গে যোগাযোগের তথ্য গোপন করে নিষেধাজ্ঞায় থাকা এই অলরাউন্ডার টেস্টে হয়েছেন ষষ্ঠ ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’। টি-টোয়েন্টিতে অবশ্য সেরা ২০-এ জায়গা হয়নি তার।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন