২০১৮ সালের অক্টোবর মাসে জিম্বাবুয়ে সিরিজে ব্যাট হাতে অসাধারণ সময় কাটিয়েছেন ওপেনার ইমরুল কায়েসের। টাইগাররাও অনেকটা হেসেখেলেই হোয়াইটওয়াশ করে ছিল আফ্রিকার এই দেশটিকে।
এই সিরিজের তিন ম্যাচে যথাক্রমে ১৪৪, ৯০ এবং ১১৫ রান করেছেন ইমরুল। হয়েছেন ম্যান অব দ্য সিরিজ। আর এই সিরিজে ৩৪৯ রান করার মাধ্যমে তিনি ৩ ম্যাচের কোন ওয়ানডে সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হবার রেকর্ড গড়েছেন।
এর আগে এই রেকর্ডটি ছিল ওপেনার তামিম ইকবালের। পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে ৩১২ রান সংগ্রহ করেছিলেন তামিম।
তবে, তার এই অর্জন আরও বড় হতে পারত যদি তিনি আরও ১২ টি রান সংগ্রহ করতে পারতেন। তাহলে তিনি ৩ ম্যাচের কোন ওয়ানডে সিরিজে বিশ্বের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডধারী পাকিস্তানের বাবর আজমের (৩৬০ রান) রেকর্ডটি ভাঙতে পারতেন।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩৬০ রান করে প্রথম স্থানে রয়েছেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম, ৩৫৭ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক ভিরাট কোহলি এবং ৩৪৯ রান নিয়ে তৃতীয় স্থানের রয়েছেন বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েস।
এছাড়া ইমরুলের থেকে মাত্র ৭ রান কম ৩৪২ রান নিয়ে ৪র্থ স্থানে রয়েছে সাউথ আফ্রিকার কুইন্টন ডি কুক এবং ৩৩০ রান নিয়ে ৫ম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপ্টিল।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন