সারাবিশ্বের ক্রিকেট মাঠগুলো যেন এখন মহাশ্মশানে রূপ নিয়েছে। ব্যাট বলের লড়াই নেই, নেই দর্শকদের উচ্ছাস। প্রিয় দলের খেলা দেখার তৃষ্ণা যে ক্রমাগত গ্রাস করে যাচ্ছে কোটি ক্রিকেট ভক্তদের তা আর বলার অপেক্ষা রাখে না। কারো কারো ধৈর্য্যের বাধ হয়তো ভেঙে যাওয়াতে সামাজিক মাধ্যমে আক্ষেপ প্রকাশ করে বলেই ফেলছেন মাঠে ক্রিকেট ফিরুক এখনই। তবে ভক্তদের এমন আবেগ দিয়ে তো আর ক্রিকেট চলতে পারে না। ক্রিকেটারদের স্বাস্থ্যবিধিরও বড় একটি প্রতিবন্ধকতা বর্তমান সময়ে।
বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের প্রতি বাড়তি যত্ন নেয়ার পাশাপাশি সরবদা খোঁজ রাখছেন তাদের ফিটনেসের। সীমিত পরিসরে কেউ কেউ ব্যক্তি উদ্যোগে অনুশীলন করলেও তা কেবল টিকে থাকার লড়াই।
বিশ্বক্রিকেটের এই অচলাবস্থা কবে নাগাদ শেষ হতে পারে তা বলা দুরূহ। আইসিস্যার পক্ষ থেকে ক্রিকেটের স্বার্থ রক্ষার্থে নানা উদ্যোগের খবরও ইতোমধ্যে প্রকাশ হয়েছে। যেখানে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে ক্রিকেটারদের স্বাস্থ্যবিধির উপরে।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও বসে নেই। ক্রিকেটারদের নিরাপত্তা এবং ফিটনেস দুই দিক রক্ষা করতে গিয়ে কপালে চিন্তার ভাজ বোর্ড কর্তাদের। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য ক্রিকেটারদের যে ফিটনেস প্রয়োজন সেটাতে খানিকটা ভাটা পড়েছে এই লম্বা লকডাউনে। ফলে নতুন কৌশল সাজিয়ে ক্রিকেটারদের ফিটনেস রক্ষা করতে চলেছে বিসিবি।
আসন্ন টি-২০ বিশ্বকাপকে নিয়ে বেশ আগেভাগেই প্রস্তুতি শুরু করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যার অংশ হিসেবে ৩৮ জন ক্রিকেটারদের নিয়ে ফিটনেস ক্যাম্প করতে যাচ্ছে বিসিবি।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘’ ‘ক্রিকেটারদের সাথে ব্যাট-বলের সম্পর্ক নেই প্রায় সাড়ে চার মাস হল। মাঠে নামতে হলে অন্তর চার সপ্তাহের ফিটনেস ক্যাম্পের প্রয়োজন।‘
অন্যদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হুসেন জানান বোর্ড ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় সঠিক সিদ্ধান্তটিই নিবেন। তিনি বলেন, ‘’ ব্যাপারটিকে আমি পজিটিভলি দেখছি। বোর্ড যেটা ভালো মনে করবে সেটাই সিদ্ধান্ত নিবে। আজ বা কাল আমাদের খেলতেই হবে।‘
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন