প্রাণঘাতী করোনা ভাইরাস ইউরোপ-আমেরিকা হেকে শুরু করে তাণ্ডব চালাচ্ছে গোটা বিশ্বে। বাড়ছে আক্রান্তের সংখ্যা সাথে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। গোটা মানবজাতির জীবন যেখানে বিপণ্ণ তখন করোনা থেকে মুক্তি লাভের আশায় বসে নেই বিশ্বের বিজ্ঞানীরা। প্রায় শতাধিক গবেষক দল ইতোমধ্যে করোনার ভ্যাকসিন আবিষ্কারের নেশায় বুদ হয়ে আছে।
বিশ্বের উন্নত দেশগুলোতে গবেষণা কিংবা চিকিৎসা ব্যবস্থার থেকে বাংলাদেশ অনেকটা পিছিয়ে আছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এত প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিনের সফল পরীক্ষা চালিয়েছে বাংলাদেশেরই গবেষণা প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।
প্রতিষ্ঠানটির সিইও কাকন নাগ এবং সিইও নাজনীন সুলতানার তত্ত্বাবধানে ইতোমধ্যেই প্রাণীদেহে ভ্যাকসিনটির সফল পরীক্ষা চালিয়েছে গ্লোব বায়োটেক। ভ্যাকসিন আবিষ্কারের এই খবর গত বৃহস্পতিবার তেজগাঁওয়ে গ্লোব বায়োটেকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরেন রিসার্চ অ্যান্ড ডেভলাপমেন্ট বিভাগের প্রধান ডা. আসিফ মাহমুদ।
করোনা যেখানে অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে তখন এই আশার বাণী শোনাতে এসে আবেগাপ্লুত কান্নায় ভেঙে পড়েন। ডা. আসিফের এই কান্না ছুঁয়ে গেছে গোটা দেশবাসীকে। তবে এর মধ্যেও একদল সমালোচনাকারী বিরূপ মন্তব্য করে বসেছে। আর এই সমালোচনা সহজভাবে নিতে পারেননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। আক্ষেপ প্রকাশ করে তার ফেসবুক পেইজে একটি পোস্ট করেন তিনি।
রুবেল হোসেন তার সত্যায়িত ফেসবুক পেইজে করা সেই পোস্টে লেখেন, ‘’ ‘আসিফ মাহমুদ ভাই যখন বলছিলেন যে আমরা করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিস্কার করেছি, কথাটি বলতে বলতেই উনার কান্না চলে আসছে! বাংলাদেশের একটি প্রতিষ্ঠান সাহস নিয়ে দাবি তো করতে পারল যে তারা আবিস্কার করছে, সফল হোক ব্যর্থ হোক সেটা পরের বিষয়।’
‘অথচ আমরা একটা অভিনন্দন পর্যন্ত জানালাম না। চীন বা আমেরিকা এই দাবি করলে এই আমরাই আবার অভিনন্দন অভিনন্দন জানিয়ে বাংলার আকাশ বাতাস মাতিয়ে দিতাম, আসলেই আমরা এক ভণ্ড জাতি। বিন্দু পরিমাণ কৃতজ্ঞতাবোধ আমাদের নেই। এই জন্যে এদেশে জ্ঞানী মানুষ জন্মায় না। কারণ জ্ঞানীদের কদর এদেশে নেই।
অনেকে হাসাহাসি করছে, ট্রলে মেতে উঠেছে যে বাংলাদেশ থেকে নাকি করোনার ভ্যাকসিন আবিস্কার করবে! চেষ্টা তো করছে তারা, দেখা যাক না কী হয়! একটু অভিনন্দন তো তারাও পেতে পারেন! এরাই দেশের রিয়েল হিরো।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন