ওয়ানডের ফিফটি সেটাও মাত্র ১৬ বলে! দ্রুততম শতরানটিও মাত্র ৩১ বলে! দ্রুততম ১৫০ এসেছিল মাত্র ৬৪ বলে। টেস্টে ৭৯তম ইনিংসে এসে শূন্য রানে আউটের স্বাদ অনুভব করেন ডি ভিলিয়ার্স। সুপারম্যান বলার জন্য আর কীই বা গুণ থাকা দরকার?
নিশ্চিত হেরে যাওয়া ম্যাচ ভেবে টিভি সেটের সামনে থেকে উঠে দাঁড়ালেন, আর খানিকক্ষণ পর জানলেন দক্ষিণ আফ্রিকা জিতে গেছে তাহলে ভেবে নেবেন উইকেটে ছিলেন এবি ডি ভিলিয়ার্স। কারণ ক্রিকেটের ২২ গজে সব অসম্ভবকে সম্ভব করে চলেছেন তিনি। আর অসম্ভবকে তিনি সম্ভব করতে পারেন তিনিই তো সুপারম্যান!
আর ‘৩৬০ ডিগ্রি’ খ্যাত এই সুপারম্যান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে আসছেন অনেক দিন ধরেই। সংক্ষিপ্ত ফর্মেটের এই লিগ খেলে অনেকের চোখের মধ্যমণিও হয়েছে তিনি। আর জনপ্রিয় এই লিগের সর্বকালের সেরা একাদশ সাজিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার।
সম্প্রতি অনলাইন ভিত্তিক ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের সাথে এক সাক্ষাৎকারে নিজের পছন্দের একাদশ সাজাতে গিয়ে ওপেনার হিসেবে রেখেছেন ভারতীয় ক্রিকেটের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ ও বর্তমান হিটম্যান খ্যাত ওপেনার রোহিত শর্মাকে। এছাড়া বিরাট কোহলিকে কোন সন্দেহ ছাড়াই তিন নম্বরে রেখেছেন ডি ভিলিয়ার্স।
পেস অলরাউন্ডার হিসেবে বেন স্টোকসকে ৫ নম্বরের জন্য রেখেছেন এবি ডি ভিলিয়ার্স। দলের উইকেটরক্ষক ও অধিনায়ক হিসেবে ছয় নম্বরে আছেম মাহেন্দ্র সিং ধোনি। স্পিন বোলার হিসেবে সাত ও আট নম্বরে আছেন রবীন্দ্র জাদেজা ও রশিদ খান।
এছাড়া পেস বোলার হিসেবে আছেন ভারতীয় দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার। আর নিজ দেশের পেসার কাগিসো রাবেদাকেও রেখেছেন এবি ডি ভিলিয়ার্স।
এবি ডি ভিলিয়ার্সের সর্বকালের সেরা আইপিএল একাদশঃ বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা, ভিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, বেন স্টোকস, মাহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রাশিদ খান, ভুবনেশ্বর কুমার, কাগিসো রাবাদা ও জাসপ্রীত বুমরাহ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন