শিরোনাম

প্রচ্ছদ /   দায়িত্ব ছাড়লেন শশাঙ্ক আইসিসির সভাপতির দায়িত্ব পেলেন যিনি

দায়িত্ব ছাড়লেন শশাঙ্ক আইসিসির সভাপতির দায়িত্ব পেলেন যিনি

Avatar

বুধবার, জুলাই ১, ২০২০

প্রিন্ট করুন

২ বছরের মেয়াদ শেষে আইসিসির চেয়ারম্যান পদ থেকে সরে দাড়ালেন ভারতের শশাঙ্ক মনোহর। তার পরিবর্তে আইসিসির সভায় সবার সর্বসম্মতিক্রমে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইমরান খাজা। আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনিই দায়িত্ব পালন করবেন। এক প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে খবর দিয়েছে খোদ বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা।

আইসিসি জানিয়েছে, আজ আইসিসি-র বোর্ডের বৈঠক হয়। তাতে সবাই একমত হয়েছে যে শশাঙ্ক মনোহরের উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া আগামী সপ্তাহের মধ্যেই আইসিসি বোর্ড কর্তৃক অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে।

এ ব্যাপারে আইসিসির চিফ এক্সিকিউটিভ মানু সোহনি বলেন, “আইসিসি বোর্ড এবং কর্মী এবং পুরো ক্রিকেট পরিবারের পক্ষ থেকে আমি শশাঙ্ক মনোহরকে তাঁর নেতৃত্বের জন্য এবং আইসিসির চেয়ারম্যান হিসাবে খেলাধুলার জন্য যা কিছু করেছেন তার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমরা তাঁকে এবং তাঁর পরিবারকে ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাচ্ছি।”

ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা বলেন, “আইসিসি বোর্ডের প্রত্যেকে শশাঙ্ককে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। সন্দেহ নেই যে ক্রিকেটের জন্য তিনি যা কিছু করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। তিনি ক্রিকেট এবং আইসিসি ছেড়ে গেছেন। তিনি ভালো জায়গায় যাচ্ছেন।”

উল্লেখ্য, সিঙ্গাপুরের এক প্রখ্যাত আইনজীবি ইমরান খাজা। এর আগে আইসিসির সহযোগী দেশগুলোর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন