শিরোনাম

প্রচ্ছদ /   আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য যে স্কোয়াড সাজালেন বিসিবি

আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য যে স্কোয়াড সাজালেন বিসিবি

Avatar

বুধবার, জুলাই ১, ২০২০

প্রিন্ট করুন

এক করোনা ঝড়ে লণ্ডভণ্ড বিশ্ব ক্রিকেট। মাঠের ক্রিকেট ছেড়ে খেলোয়াড়রা এখন ঘরবন্দি। ক্রিকেটাররা ঘর ছেড়ে বের হতে পারছেন না বলে দলবেধে অনুশীলন থেকেও দূরে রয়েছেন তারা। তবে ফিটনেস তো আর সেই বাধা মানতে চায় না। কেউ কেউ ব্যক্তিগতভাবে কিছুটা অনুশীলন চালিয়ে গেলেও সেটা যে অপ্রতুল তা স্পষ্ট।

প্রায় চার মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে বাংলাদেশের সকল ধরনের ক্রিকেট ম্যাচ। ইতিমধ্যে ক্রিকেটের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বাংলাদেশের। পাঁচটি সিরিজ সহ ৮ টেস্ট ম্যাচ স্থগিত হয়েছে বাংলাদেশের। ‌তবে এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এগিয়ে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দুই টুর্নামেন্টের জন্য ৩৮ সদস্যের দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

অনুশীলনের পর আন্তর্জাতিক ক্রিকেটের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফিট হতে ৬ থেকে ৭ সপ্তাহ ক্যাম্প প্রয়োজন। এমনটাই মন্তব্য প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে ৩৮ সদস্যের স্কোয়াড প্রস্তুত বলেও জানান তিনি।

আগামী সেপ্টেম্বরে শ্রীলংকা অথবা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে রয়েছে বাংলাদেশের। যেখানে প্রথম পর্ব খেলতে হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। কিন্তু এই মুহূর্তে ঘরবন্দি হয়ে পড়েছে বাংলাদেশের ক্রিকেটাররা।

তবে বসে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই অনুশীলনের জন্য সকল প্রস্তুতিও সেরে নিয়েছে বিসিবি। শুধু এখন একটু অপেক্ষা। পরিস্থিতি উন্নতি হলেই মাঠে ফিরবে টাইগাররা এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, সাড়ে ৪ মাস ব্যাট বলের সাথে ক্রিকেটারদের কোনো সম্পর্ক নেই। মাঠে নামার জন্য ৪ সপ্তাহের ফিটনেস ক্যাম্প দরকার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন