শিরোনাম

প্রচ্ছদ /   নেই সাকিব ফিরছেন সাইফুদ্দিন টি২০ বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড বিসিবির

নেই সাকিব ফিরছেন সাইফুদ্দিন টি২০ বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড বিসিবির

Avatar

বুধবার, জুলাই ১, ২০২০

প্রিন্ট করুন

এক করোনা ঝড়ে লণ্ডভণ্ড বিশ্ব ক্রিকেট। মাঠের ক্রিকেট ছেড়ে খেলোয়াড়রা এখন ঘরবন্দি। ক্রিকেটাররা ঘর ছেড়ে বের হতে পারছেন না বলে দলবেধে অনুশীলন থেকেও দূরে রয়েছেন তারা। তবে ফিটনেস তো আর সেই বাধা মানতে চায় না। কেউ কেউ ব্যক্তিগতভাবে কিছুটা অনুশীলন চালিয়ে গেলেও সেটা যে অপ্রতুল তা স্পষ্ট।

এদিকে মাঠে ক্রিকেট ফেরাতে আইসিসিও বসে নেই। নতুন বেশ কিছু নিয়ম পর্যন্ত চালু করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নতুনন নিয়মের মধ্যে থেকে হলেও মাঠে ক্রিকেট ফেরাতে ইচ্ছুক তারা।

অন্যদিকে আসন্ন টি-২০ বিশ্বকাপ নিয়েও দোলাচলে রয়েছে আইসিসি। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও সবুজ সংকেত মিলেনি বিশ্বকাপ আয়োজনের। তবে বিশ্বকাপ যথাসময়ে না হলে কিছুটা সময় পিছিয়ে গেলেও যে আয়োজন হতে পারে তা বলাই যায়।

এছাড়া সব ধরনের ক্রিকেট আপাতত বন্ধ থাকায় এশিয়া কাপের সূচী নিয়েও দেখা দিয়েছে জটিলতা। বিশ্বের ক্রিকেট যখন এত কঠিন সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তখন সচেতন ক্রিকেটারদের ফিটনেসের ব্যাপারে। তাইতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘ বিরতি কাটিয়ে ক্রিকেটাররা যেন সম্পূর্ণ ফিট থাকতে পারে সেই লক্ষ্যে আসন্ন এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ৩৮ জন ক্রিকেটারদের নিয়ে অনুশীলন ক্যাম্পের কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।সেই স্কোয়াডে নেই সাকিব আল হাসান এদিকে ফিরেছেন সাইফুদ্দিন নিজের ইনজুরি কাটিয়ে।

নান্নুর মতে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ক্রিকেটারদের যে পরিমানে ফিটনেস প্রয়োজন সেই ঘাটতি পূরন করতেই অনুশীলন ক্যাম্পের প্রয়োজনীয়তা বোধ করেন তিনি। তার ভাষ্য, ‘ক্রিকেটারদের সাথে ব্যাট-বলের সম্পর্ক নেই প্রায় সাড়ে চার মাস হল। মাঠে নামতে হলে অন্তর চার সপ্তাহের ফিটনেস ক্যাম্পের প্রয়োজন।‘

এদিকে বাংলাদেশ দলের অন্যতম অভিজ্ঞ পেসার রুবেল হোসেন বোর্ডের এমন সিদ্ধান্তকে দেখছেন বেশ ইতিবাচক হিসেবেই। তার ধারনা ক্রিকেটারদের কথা মাথায় রেখে সঠিক সিদ্ধান্তই নিবে বোর্ড। ফিটনেস ক্যাম্প সম্পর্কে তিনি জানান, ‘ব্যাপারটিকে আমি পজিটিভলি দেখছি। বোর্ড যেটা ভালো মনে করবে সেটাই সিদ্ধান্ত নিবে। আজ বা কাল আমাদের খেলতেই হবে।‘

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন