শিরোনাম

প্রচ্ছদ /   অধিনায়ক হয়েই মাঠে ফিরছেন ডি ভিলিয়ার্স দেখেনিন চূড়ান্ত স্কোয়াড

অধিনায়ক হয়েই মাঠে ফিরছেন ডি ভিলিয়ার্স দেখেনিন চূড়ান্ত স্কোয়াড

Avatar

মঙ্গলবার, জুন ৩০, ২০২০

প্রিন্ট করুন

ক্রিকেট মাঠের সবুজ গালিচা তো বটেই বর্তমানে যেন স্থবির হয়ে আছে পুরো বিশ্ব। মহামারি করোনা ভাইরাসের কারনে ব্যাট-বলের লড়াই এখন আর চোখে পড়ে না নিয়মিত। হাতে গোনা দুয়েকটি দেশ তাদের ঘরোয়া লিগ সীমিত পরিসরে চালু করলেও আন্তর্জাতিক ক্রিকেট এখনও মাঠে ফেরেনি। ফলে ক্রিকেটাররাও পার করছেন অলস সময়।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটকে মাঠে ফেরানোর ক্ষেত্রে দুই কদম এগিয়ে রয়েছে ইংল্যান্ড। কেননা ইংলিশরা জুলাইয়ের আট তারিখ ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়েই করোনা কালে ক্রিকেট ফেরাতে যাচ্ছে মাঠে। বিভিন্ন দেশের সিরিজ বাতিলের পর আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট ফিরছে সেটাই কম কিসে!

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড যখন মাঠে ক্রিকেট ফেরাতে মরিয়া তখন পিছিয়ে নেই দক্ষিণ আফ্রিকাও। দেশটিতে ২৭ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের আসর। সীমিত পরিসরের এই আসরে দলের সংখ্যা অবশ্য রয়েছে মাত্র ৩টি। যে দলগুলোর নেতৃত্ব দিবেন প্রোটিয়া জাতীয় দলের ক্রিকেটাররাই।

এবি ডি ভিলিয়ার্সের ক্রিকেটে ফেরা নিয়ে নানা আলোচনা-সমালোচনা হলেও এই টুর্নামেন্ট দিয়েই বাইশ গজে পুনরায় আসছেন তিনি। প্রতি দলে আটজন করে অংশ নেয়া এই টুর্নামেন্টের নাম ‘থ্রি টিম ক্রিকেট;। অন্যদিকে ট্রফির নামকরন করা হয়েছে ‘সলিডারিটি কাপ’।

এবি ডি ভিলিয়ার্সকে অধিনায়ক করা হয়েছে ‘এবি’স ঈগল’ নামের দলটিতে। পেসার কাগিসো রাবাদার কাঁধে তুলে দেয়া হয়েছে ‘কেজি’স কিংফিশার দলের দায়িত্ব। অন্যদিকে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের নেতৃত্বে নামবে ‘কুইনি’স কাইটস’।

অন্যদিকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পরিচালক ও দেশটির সাবেক ক্রিকেটার গ্রায়েম স্মিথ জানান ভিন্ন ধাঁচের এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরতে চান ক্রিকেটাররা। তার ভাষ্য, ‘দক্ষিণ আফ্রিকার জনগণ ও বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের জন্য ক্রিকেট বিহীন সময় কেটেছে বেশ কিছুদিন ধরেই। ক্রিকেটাররাও আবার মাঠে ফিরতে মুখিয়ে আছে। এজন্যই আমরা সলিডারিটি কাপ নিয়ে বেশ আগ্রহী।‘

এই প্রকল্পের জন্য তিনটি দল করতে পেরে গর্ব প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এটি রোমাঞ্চকর একটি নতুন ফরম্যাট এবং একটি ম্যাচ যা আরও ভালো কাজের দিকে এগিয়ে যাচ্ছে। এই প্রকল্পের জন্য তিনটি দলকে একত্রিত করতে পেরে আমরা গর্বিত।‘

এক নজরে দেখে নেয়া যাক তিন দলের একাদশ-
এবি’স ঈগলসঃ এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), এইডেন মারক্রাম, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেইনে, অ্যান্ডিলে ফেলোকায়ো, সিসান্দা মাগালা, জুনিয়র ডালা এবং লুঙ্গি এনগিডি।

কেজি’স কিংফিশারঃ কাগিসো রাবাদা (অধিনায়ক), রেজা হেনড্রিক্স, ইয়ানেমান মালান, ফাফ ডু প্লেসিস, হেইনরিখ ক্লাসেন, ক্রিস মরিস, গ্লেন্টন স্টারম্যান এবং তাবরাইজ শামসি।

কুইনি’স কাইটসঃ কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, জেজে স্মাটস, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, লুথো সিমপালা, বেউরান হেনড্রিক্স, এবং অ্যানরিক নর্টজে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন