শিরোনাম

প্রচ্ছদ /   মাশরাফিকে নিয়ে ছবি নিজের বায়োপিকে যাকে হিরো হিসেবে চান তিনি

মাশরাফিকে নিয়ে ছবি নিজের বায়োপিকে যাকে হিরো হিসেবে চান তিনি

Avatar

মঙ্গলবার, জুন ৩০, ২০২০

প্রিন্ট করুন

বিখ্যাত ক্রীড়াবিদদের জীবনি নিয়ে সিনেমা বানানো হয়ে থাকে। ক্রিকেটে বলিউডে এই প্রচলন অনেক বেশি। কপিল দেব, শচিন টেন্ডুলকার, ধোনিদের জীবনী নিয়ে বানানো ছবি গুলো ছিল আলোচনার তুঙ্গে। দেশের সিনেমা পাড়ায় এখনো শুরু হয়নি এই প্রচলন। কোন ক্রীড়াবিদের নামেই বানানো হয় সিনেমা।

বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়কদের একজন মাশরাফি বিন মর্তুজা। হালে অনেক ক্রিকেটারের জীবন নিয়েই তৈরি হচ্ছে চলচ্চিত্র। মাশরাফির বায়োপিক তৈরির কথাও শোনা গেছে। তবে এখনো সেগুলো আলোর মুখ দেখেনি। এবার মাশরাফি নিজেই জানালেন বায়োপিকে তাঁর চরিত্রে কাকে দেখতে চান।

প্রকৃতপক্ষে বাস্তব জগতের নায়ক মাশরাফি। তাকে নিয়ে বায়োপিক নির্মাণ হতেই পারে। ক্রিকেটপ্রেমীরা সেই আশা করতেও পারেন। তো সত্যি সত্যি যদি তাকে নিয়ে সিনেমা নির্মিত হয়, তা হলে নিজের চরিত্রে কাকে দেখতে চাইবেন তিনি।

অবশেষে তাও খোলাসা করলেন ম্যাশ। বুধবার এক ফেসবুক লাইভে জানালেন, নিজের বায়োপিকে ঢাকাইয়া চলচ্চিত্রের হালের ক্রেজ আরেফিন শুভকে দেখতে চান তিনি।

স্বভাবতই নায়ক বাছাই নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির প্রয়োজন পড়ছে না। চিন্তামুক্ত থাকছেন প্রযোজক-পরিচালকরাও। কারণ মাশরাফির ভূমিকায় বিদেশি নয়, দেশি কাউকেই পাচ্ছেন তারা।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, আমার জীবনী নিয়ে সিনেমা, কেন্দ্রীয় চরিত্রে অভিনয়…। এ মুহূর্তে বাংলাদেশের আরেফিন শুভকে ভালো লাগে। সে খুব স্মার্ট, হয়তোবা ও…। ওকেই চাইতে পারি।

এ সময় তাকে আরও জিজ্ঞেস করা হয়– ঢালিউড, হলিউড ও বলিউড থেকে যে কোনো একজন নায়িকার সঙ্গে ডিনারে যেতে পারবেন। কাকে বেছে নেবেন? নড়াইল এক্সপ্রেসের বুদ্ধিদীপ্ত জবাব, ‘মাশরাফিউডের’ ঘরের বউ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন