শিরোনাম

প্রচ্ছদ /   গেইল ওয়াটসনদের পিছনে ফেলে বিশ্বসেরা ক্রিকেটারদের তালিকায় নাম লিখালেন তামিম

গেইল ওয়াটসনদের পিছনে ফেলে বিশ্বসেরা ক্রিকেটারদের তালিকায় নাম লিখালেন তামিম

Avatar

সোমবার, জুন ২৯, ২০২০

প্রিন্ট করুন

ক্রিকেটকে বলা হয় চার-ছক্কা খেলা। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম থেকেই বিধ্বংসী হতে হয় ব্যাটসম্যানদের। টি-টোয়েন্টি থেকে ওয়ানডে এবং টেস্ট ফরম্যাট অনেকটাই আলাদা। তবে ক্রিকেট বিশ্বে এরকম অনেক ব্যাটসম্যানই আছেন যারা ওয়ানডে ম্যাচ কেও টি-টোয়েন্টিতে পরিণত করেন।

বিশ্ব ক্রিকেটে হাতেগোনা বেশ কয়েকজন ব্যাটসম্যানই আছেন যারা প্রথম বলেই বাউন্ডারি মেরেছেন। তাদের মধ্যে সেরা ৫ জনের মধ্যে একজন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ২০০১ সালের পর ওয়ানডে ক্রিকেটে প্রথম বলে সবচেয়ে বেশি বাউন্ডারি মারা পাঁচ ক্রিকেটারের তালিকা।

৫. ক্রিস গেইল – ৫ বাউন্ডারি : ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল এমন একজন ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে প্রথম বলে ছক্কা হাঁকিয়েছেন। এখনো একটি রেকর্ড হিসাবে রয়েছে যা তিনি করেছিলেন বাংলাদেশের বিপক্ষে। টি-টোয়েন্টি ক্রিকেটের এই ফেরিওয়ালা ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে এখন আর দেখা যায় না।

বেশ কয়েক বছর ধরে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে খেলছেন না তিনি। তবুও তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ক্রিস গেইল। ওয়ানডেতে ২০০১ সালের পর প্রথম বলেই পাঁচটি বাউন্ডারি মেরেছেন তিনি।

৪. তামিম ইকবাল – ৭ বাউন্ডারি : ক্রিস গেইলের আগেই রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ওয়ানডে ক্রিকেটে প্রথম বলেই বাউন্ডারি মেরেছেন সাতবার।

৩. অ্যাডাম গিলক্রিষ্ট – ৮ বাউন্ডারি : অস্ট্রেলিয়ায় কিংবদন্তি উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট তালিকায় আছেন তৃতীয় নম্বরে। ক্রিকেট বিশ্বে বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিল অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপজয়ী এই উইকেটকিপার ব্যাটসম্যান ওয়ানডে ক্রিকেটে প্রথম বলেই বাউন্ডারি মেরেছেন ৮বার।

২. শেন ওয়াটসন – ৮ বাউন্ডারি : অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার শেন ওয়াটসন। মূলত একজন ফাস্ট বোলার অলরাউন্ডার হলেও অস্ট্রেলিয়ার হয়ে অনেক সময় ওপেনিংয়ে দেখা গিয়েছে শেন ওয়াটসনকে। আর এই অল্প কিছু ম্যাচ এর মধ্যেই ওয়ানডে ক্রিকেটে তিনি প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়েছেন ৮ বার।

১. বীরেন্দ্র শেবাগ – ২০ বাউন্ডারি : তালিকায় সবার ওপরে রয়েছে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বীরেন্দ্র শেওয়াগ। তবে এই তালিকায় বাকি প্রতিদ্বন্দ্বীদের থেকেও অনেক বেশি এগিয়ে বীরেন্দর শেবাগ। প্রথম বলে বাউন্ডারি হাঁকানো তার জন্য একটি নেশায় পরিণত হয়েছিল। ২০০১ সালের পর ওয়ানডে ক্রিকেটে ২০ বার প্রথম বলে বাউন্ডারি মেরেছেন তিনি।

সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন