বিশ্বব্যাপি ম’হামরি ক’রোনা ভা’ইরাসে জন্য সবকিছু থমকে আছে। ক্রিকেটাঙ্গনো এর বাইরে নয়। সেই মার্চ থেকে সব ধরণের খেলা বন্ধ রয়েছে, যদিও আশার আলো দেখাচ্ছে আসন্ন উইন্ডিজ ও পাকিস্তানের ইংল্যান্ড সফর। তবে সহসা বাংলাদেশ ক্রিকেট দলের ফেরা হচ্ছে না ক্রিকেটে।
করোনার জন্য এক এক করে বাতিল হয়েছে টাইগারদের পাঁচটি সিরিজ। এর মধ্যে ছিল পাকিস্তান, আয়ারল্যান্ড, ও জুলাইয়ের শ্রীলংকা সফর। অন্যদিকে ঘরের মাঠে হতে চাওয়া অস্ট্রলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ।
তবে উইন্ডিজ ও পাকিস্তান সফর দিয়ে ক্রিকেট ফিরলে আশার আলো দেখবে ক্রিকেট ভক্তরা। আর তাহলে মাঠে গড়াতে পারে অন্যদেশের খেলাগুলোও।
সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দল আবার খেলায় ফিরতে পারে আগামী সেপ্টেম্বরের এশিয়া কাপ দিয়ে, যেটা হবার কথা পাকিস্তানে, তবে শ্রীলংকায় হবারও গুঞ্জন শোনা যাচ্ছে।
আর সূচি অনুয়াযী তারপর টাইগারদের আছে নিউজিল্যান্ড সফর। যা হতে পারে অক্টোবরে। এই অক্টোবরই হবার কথা টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ।
তারপর তামিম-মুশফিকদের বছর শেষ করার কথা ডিসেম্বরে লংকানদের বাংলাদেশ সফর দিয়ে।
এক নজরে বাংলাদেশের পরবর্তী সম্ভাব্য সিরিজগুলো:-
১। সেপ্টম্বর – এশিয়া কাপ
২। অক্টোবর – নিউজিল্যান্ড সফর
৩। অক্টোবর – টি-টোয়েন্টি বিশ্বকাপ
৪। ডিসেম্বর – শ্রীলংকা আগমন।
উল্লেখ্য, এই সবগুলো খেলায় নির্ভর করবে মহামারি ক’রোনা ভাই’রাসের উপর।
নিউজ সোর্সঃ স্পোর্টস জোন
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন