ইতিমধ্যে স্থগিত হয়ে গিয়েছে বাংলাদেশের ৫টি সিরিজ। আয়ারল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এর পর এবার বাতিল হল বাংলাদেশের শ্রীলংকা সিরিজ। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর স্থগিত করা হয়েছে। তবে এখানেই শেষ নয় করোনা ভাইরাসের প্রভাবে স্থগিত হয়ে যেতে পারে এশিয়া কাপ এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ।
তাই বাংলাদেশের ক্রিকেট ফিরতে হলে অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েকটি মাস। তবে এর মধ্যে আশার বাণী শুনিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে ইচ্ছুক নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
যদিও এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত ঘোষণা করেছে নিউজিল্যান্ড। কিন্তু ওই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ। কিন্তু বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা একেবারেই অসম্ভব। কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগ্রহ দেখিয়েছে নিউজিল্যান্ড
ইতিমধ্যেই নিউজিল্যান্ড দেশকে করোনামুক্ত দেশ ঘোষণা করা হয়েছে। তাই স্বাভাবিক হয়েছে জীবনযাত্রা। ২০২০-২১ ক্রিকেট মৌসুমে তাদের মাঠে বেশ কয়েকটি আন্তর্জাতিক সিরিজ হয়েছে নিউজিল্যান্ডের। যার মধ্যে একটি সিরিজ রয়েছে বাংলাদেশের।
আর এই সিরিজটি আয়োজন করতে চায় নিউজিল্যান্ড। শুধু এটাই নয় এদেশের মাটিতে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজএবং অস্ট্রেলিয়া সিরিজ আয়োজন করতে বেশ আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট।
নিউজিল্যান্ডের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, ” নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এখনো আত্ববিশ্বাসী যে আমরা আগামী মৌসুমটি ঠিকঠাকভাবে সম্পন্ন করতে পারবো।
এখনো অনেক সময় বাকি। যে দেশগুলোর এখানে আসার কথা সেগুলো হল বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। আমরা তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং আলোচনার বেশ অগ্রগতি হয়েছে।’
এর আগে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে পিছিয়ে গেছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। তারও আগে বাংলাদেশ দল যেতে পারেনি পাকিস্তান ও যুক্তরাজ্য সফরে। প্রথমেই স্থগিত হয় বাংলাদেশের পাকিস্তান সিরিজ। ওই সিরিজে পাকিস্তানের সাথে একটি টেস্ট এবং ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের।
পরের সিরিজ ছিল বাংলাদেশের আয়ারল্যান্ডের বিপক্ষে। মে মাসে তিন ওয়ানডে এবং চার টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আয়ারল্যান্ড ট্যুরে যাওয়ার কথা ছিল টাইগারদের। এরপর জুনে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে অাসার কথা ছিল অস্ট্রেলিয়ার।
পরের মাস জুলাইয়ে বাংলাদেশের যাওয়ার কথা ছিল শ্রীলংকায়। ওই সফরে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ। দেশের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজটি শুরু হত আগস্টে।
বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াডঃ মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল খান, সৌম্য সরকার, নাইম শেখ, লিটন দাস, মুশফিকুর রহি্ম, আফিফ হোসেন ধ্রুব, সাইফউদ্দিন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইদলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন