শিরোনাম

প্রচ্ছদ /   মাত্র পাওয়াঃ করোনায় আক্রান্ত মাশরাফি

মাত্র পাওয়াঃ করোনায় আক্রান্ত মাশরাফি

Avatar

শনিবার, জুন ২০, ২০২০

প্রিন্ট করুন

বাংলাদেশে ক’রোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এরই ধারাবাহিকতায় ছোঁয়াচে এই ভাইরাস স্পর্শ করল জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জ্বর থাকায় গত ১৮ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। এরপর গতকাল তার রিপোর্ট জানানো হয়। রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ হন এই সংসদ সদস্য।

তবে বর্তমানে মাশরাফী শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে। নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

করোনাভাইরাসের শুরু থেকেই দেশের অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন মাশরাফী। সংসদ সদস্য হিসেবে কাজ করা ছাড়াও ব্যক্তিগতভাবে মানুষদের নানাভাবে সাহায্য করেছেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন